Advertisment

Air Condition Tips: ভুল করেও বেডরুমের এই দিকে এসি লাগাবেন না! জানুন কোন দেওয়াল পারফেক্ট?

যে ঘরে এসি লাগানো আছে, সেই ঘরের দরজা-জানলা সব সময় বন্ধ করে রাখছেন না তো?

author-image
IE Bangla Tech Desk
New Update
some tips to reduce AC Bills

AC Machine: এয়ার কন্ডিশনার মেশিন নিয়ে গুরুত্বপূর্ণ এই তথ্যটি জানুন।

air conditioner: গরমের হাত থেকে রেহাই পেতে এসি মেশিনের জুড়ি নেই। এয়ার কন্ডিশনার মেশিন এখন আর যেন বাহুল্যতা নেই। বরং দিন যত এগোচ্ছে এসি অনেকের কাছেই বেশ অপরিহার্য্য একটি বস্তু হয়ে উঠছে। তবে এবার এই সাধের এসি মেশিন নিয়েই ভয়ঙ্কর এক আশঙ্কা তৈরি হয়েছে।

Advertisment

গরমের হাত থেকে মুক্তি পেতে এয়ার কন্ডিশনার মেশিনের জুড়ি মেলা ভার। AC এখনকার সময়ে আর বিলাসবহুল সামগ্রীর মধ্যে পড়ে না, বরং দিন-দিন এটি এখন যেন বেশ অপিরহার্য্য ঠেকছে অনেকের কাছেই। জ্বালাপোড়া-ভ্যাপসা গরমের থেকে মুক্তি পেতে মধ্যবিত্তদের একটা বড় অংশ এসির দোকানে ভিড় করছেন। তবে ঠিকঠাক উপায় না জেনে AC চালালে ইলেকট্রিকের বিলও বেশ বাড়ে

বাস্তুশাস্ত্রে, বাড়ির সবচেয়ে বড় এবং ছোট ছোট জিনিসগুলির সঠিক দিক এবং স্থান বিবেচনা করা হয় যাতে মানুষের জীবনে সুখ এবং সমৃদ্ধি আসে। বাড়ি, দোকান এবং প্রতিষ্ঠানের এয়ার কন্ডিশনার (এসি) বাস্তুশাস্ত্র অনুসারে 'আগুনের উপাদান' হিসাবে বিবেচিত হয়। এটি ভুল দিকে বসানো হলে মন, শরীর এবং আর্থিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলে। আসুন জেনে নিই বাস্তু অনুসারে এসি লাগানোর সঠিক দিক কী এবং কোন দিকে লাগানো উচিত নয়?

এসি লাগানোর জন্য পশ্চিম ও উত্তর দিক সেরা বলে মনে করা হয়। এসি লাগানোর জন্য কখনই দক্ষিণ-পূর্ব এবং পশ্চিম-উত্তর বেছে নেওয়া উচিত নয়, কারণ এগুলো ঘরে নেতিবাচক শক্তি বাড়ায়।

আরও পড়ুন : < Aadhaar Update Online: গুণতে হতে পারে মোটা জরিমানা, আর মাত্র কটা দিন, আজই আপডেট করুন আপনার আধার! >

ভুল করেও বাড়ির দক্ষিণ দেওয়ালে এসি এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি লাগানো উচিত নয়। এতে অর্থের ক্ষতি এবং অযথা ব্যয় বাড়তে পারে। ব্যবসায় ক্ষতি হতে পারে।

বাড়ি বা দোকানের দক্ষিণ-পশ্চিম দেওয়ালে এসি লাগানো উচিত নয়। এই দিকে বৈদ্যুতিক সরঞ্জাম বা যন্ত্রপাতি স্থাপন করা হলে সেগুলি দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি পূর্ব দিকে এসি লাগানো বাস্তুশাস্ত্রে নিষিদ্ধ। এতে আপনার বিদ্যুৎ বিল বাড়তে পারে।

বাস্তুশাস্ত্র অনুসারে, ভুল দিকে এসি লাগানো হলে তিন ধরনের ক্ষতি হয়। এটি ব্যক্তি এবং পরিবারের আর্থিক স্থিতিশীলতায় বাধা সৃষ্টি করতে পারে। আয়ের প্রবাহ অনিয়মিত হতে পারে। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। ফলে রোগ ব্যাধি বৃদ্ধি পায়।

যে ঘরে এসি লাগানো আছে, সেই ঘরের দরজা-জানলা সব সময় বন্ধ করে রাখছেন না তো? এর ফলে বাইরের যে পজিটিভ এনার্জি, ঘরে প্রবেশ করতে পারে না। দিনে অন্তত ২-৩ ঘণ্টা দরজা জানলা খুলে দিয়ে বাইরের হাওয়া, বাতাস, রোদ প্রবেশ করতে দিন।

Tech News Air Conditioner air condition machine maintenance
Advertisment