scorecardresearch

মধ্যরাতে কক্ষপথ বদল করল বিক্রম

কক্ষপথ বদল করে ক্রমশ চাঁদের দিকে এগিয়ে চলেছে ‘বিক্রম’। নিখুঁত অপারেশনের প্রতিটি কাজ এখনও একেবারে ঠিকঠাক রয়েছে। ৭ সেপ্টেম্বর, অর্থাৎ এই সপ্তাহের শুক্রবার, রাত দেড়টার সময় চাঁদের মাটি স্পর্শ করবে বিক্রমের মাধ্যমে ভারত।

মধ্যরাতে কক্ষপথ বদল করল বিক্রম
অলংকরণ: অভিজিৎ বিশ্বাস

ভারতীয় সময় অনুযায়ী ঘড়িতে তখন ৩টে বেজে ৪২ মিনিট। কক্ষপথে বদল করে চাঁদের দিকে আরও খানিক এগিয়ে যায় চন্দ্রযান। মূল স্পেসক্রাফ্ট থেকে আলাদা হওয়ার পর দ্বিতীয়বার কক্ষপথ বদল করল ল্যান্ডার ‘বিক্রম’। এই রণকৌশল সম্ভব হয়েছে মাত্র নয় সেকেন্ডে।

এই কক্ষপথে বিক্রম ল্যান্ডার ঘুরবে ১০১ কিমি বেগে। সব ঠিকঠাক থাকলে সাত সেপ্টেম্বরের মধ্যরাতে ১.৩০ থেকে ২.৩০ এর মধ্যে ল্যান্ড করবে চাঁদের মাটিতে। ২০ আগস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান ২। ২১ আগস্ট থেকে একের পর এক কক্ষপথ বদল করে ক্রমশ এগিয়ে চলেছে চাঁদের দিকে। ২২ আগস্ট LI4 ক্যামেরা দিয়ে চাঁদের ছবি তুলে পৃথিবীতে পাঠায় চন্দ্রযান ২। ২ সেপ্টেম্বর সফল ভাবে ল্যান্ডার আলাদা হয়ে চাঁদের দিকে এগোতে শুরু করে।

ইসরোর তরফে জানানো হয়েছে, এই ল্যান্ডার বয়ে নিয়ে যাচ্ছে রোভার ‘প্রজ্ঞান’কে। কক্ষপথ বদল করে ক্রমশ চাঁদের দিকে এগিয়ে চলেছে ‘বিক্রম’। নিখুঁত অপারেশনের প্রতিটি কাজ এখনও একেবারে ঠিকঠাক রয়েছে। ৭ সেপ্টেম্বর, অর্থাৎ এই সপ্তাহের শুক্রবার, রাত দেড়টার সময় চাঁদের মাটি স্পর্শ করবে বিক্রমের মাধ্যমে ভারত। গোটা দেশ এখন সেই মধ্যরাতের দিকেই চেয়ে রয়েছে। কারণ দুশ্চিন্তা এখনও সম্পূর্ণ মুছে যায় নি। চাঁদের মাটি স্পর্শ করার সময় গতি কমানো হবে, সুতরাং চাঁদের পাথরে ধাক্কা লেগে ল্যান্ডারের ক্ষতি হওয়ার আশঙ্কা করছে ইসরো।

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Bengali App.

Web Title: The second de orbiting maneuver for chandrayaan spacecraft was performed successfully