Air Conditioner tips in bengali: অসহ্যকর গরম থেকে মুক্তি পেতে এয়ার কন্ডিশনার কিংবা এসি মেশিনের জুড়ি মেলা ভার। অসহ্য গরমের হাত থেকে রেহাই পেতে এসি বরাবরই সুপারহিট চয়েজ। দাবদাহের কালে এক ঝটকায় প্রাণভরা স্বস্তির ভরপুর স্বাদ এনে দেয় AC। তবে একটানা এসি চললে বিদ্যুতের বিলও বাড়ে হু হু করে। তবে এটা আবার অজ্ঞতার কারণেও ঘটতে পারে। যদিও এবার আর সেই চিন্তা নেই। শুধু সহজ এই কাজটি করে নিন। এবার এসি চালিয়েও বিদ্যুৎ বিল রাখুন নাগালের মধ্যেই।
এসির ঠাণ্ডা হাওয়া খেতে কার না ভাল লাগে! কিন্তু সেই সঙ্গে বিদ্যুৎ বিলের টেনশন মানুষের রাতের ঘুম কেড়ে নেয়। ফলে মানুষ একটানা এসি চালাতে সাহসও পান না। তবে কিছু পদ্ধতি আছে যেগুলো অনুসরণ করলে বিদ্যুৎ খরচ এবং বিল উভয়ই কমানো যায়।
বিদ্যুৎ বিল নিয়ে চিন্তিত আপনিও? জানেন কী এসির কিছু সেটিংস বদলে কম করতে পারেন বিদ্যুৎ খরচ। এসি পাওয়ার খরচ কমাতে এই পদ্ধতিগুলো অবলম্বন করুন।
আপনি যদি এয়ার কন্ডিশনার ব্যবহার করেও বিদ্যুতের খরচ কমাতে চান, তাহলে আপনার উচিত সময়ে সময়ে এসির ফিল্টার পরিষ্কার করা। অনেক সময় ফিল্টারে ময়লা জমে যাওয়ার কারণে শীতল বাতাসের প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং এর ফলে এসির ওপর চাপ পড়ে, যার ফলে বিদ্যুৎ খরচ বেড়ে যায়।
অনেকেই সারা রাত এসি নর্মাল মোডে রেখে ঘুমান। এ কারণে বিদ্যুৎ খরচ বেশি হয় যার ফলে বিদ্যুৎ বিল দ্রুত বেড়ে যায়। আপনি যদি বিদ্যুৎ খরচ কমাতে চান এবং বিলের অঙ্ক কম করতে চান তাহলে আপনার রাতে ঘুমানোর সময় স্লিপিং মোড ব্যবহার করা উচিত। এই মোডে শক্তি খরচ খুব কম হয়।
আরও পড়ুন : < Air conditioner: গ্যাস লিকেজিংয়ে নিজেই সংকেত দেবে এসি, বুঝবেন কী করে? >
রাতে ঘুমানোর আগে এসির টাইমারও সেট করতে পারেন। এর একটি বড় সুবিধা হল আপনি ঘুমিয়ে পড়লেও আপনার সেট করা নির্ধারিত সময় অনুযায়ী বন্ধ হয়ে যাবে। এভাবেও আপনি বিদ্যুৎ খরচ কমাতে পারবেন। মনে রাখবেন এসি-র ফ্যান আপনি যদি হাইস্পিডে চালান সেক্ষেত্রে বিদ্যুৎ খরচও বেশি হয়। এয়ার কন্ডিশনার ফ্যানের গতি মাঝারি বা কম রাখলে বিদ্যুৎ খরচও কমে যেতে পারে।
অনেক সময় মানুষ দ্রুত রুম ঠান্ডা করতে সরাসরি 17°C বা 16°C এসি সেট করেন। এ কারণে বিদ্যুতের ব্যবহার দ্রুত বৃদ্ধি পায়। তাপমাত্রা এক ডিগ্রি কমিয়ে দিলে বিদ্যুৎ খরচ প্রায় ৬ শতাংশ বৃদ্ধি পায়। অতএব, আপনি যদি বিদ্যুৎ খরচ কমাতে চান, তাহলে শুধুমাত্র 24°C বা 26°C তাপমাত্রায় এসি চালান।