Advertisment

৬ হাজার বছর আগেও সূর্যগ্রহণ! ঋগ্বেদের সামনে মাথা নোয়ালেন বিজ্ঞানীরা

oldest solar eclipse : সূর্যগ্রহণ গোটা বিশ্বের কাছেই এক বিশেষ কৌতূহলের বিষয়। ভারতে, এর বৈজ্ঞানিক দিকের থেকেও মানুষ এর ধর্মীয় দিককে বেশি বিশ্বাস করেন। বিশেষ করে হিন্দু ধর্মে সূর্যগ্রহণের দিন অনেক নিয়ম মানা হয়।

author-image
IE Bangla Tech Desk
আপডেট করা হয়েছে
New Update
oldest solar eclipse

সামনে এল ৬ হাজার বছরের পুরনো সূর্যগ্রহণের রহস্য

oldest solar eclipse: ঋগ্বেদের সামনে মাথা নোয়ালেন বিজ্ঞানীরা! সামনে এল ৬ হাজার বছরের পুরনো সূর্যগ্রহণের রহস্য। সূর্যগ্রহণ গোটা বিশ্বের কাছেই এক বিশেষ কৌতূহলের বিষয়। ভারতে, এর বৈজ্ঞানিক দিকের থেকেও মানুষ এর ধর্মীয় দিককে বেশি বিশ্বাস করেন।  বিশেষ করে হিন্দু ধর্মে সূর্যগ্রহণের দিন অনেক নিয়ম মানা হয়। মন্দিরের দরজা বন্ধ রাখার পাশাপাশি সূর্যগ্রহণের আগে  সূতক সময়ও পালন করা হয়। এখন বিজ্ঞানীরা হিন্দু ধর্মের চারটি প্রধান বেদের অন্যতম ঋগ্বেদ থেকে সূর্যগ্রহণ সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। জ্যোতির্বিজ্ঞানীরা যখন ঋগ্বেদ অধ্যয়ন করেন, তখন তারা জানতে পারেন সেখানে ৬ হাজার বছর আগে ঘটে যাওয়া এক সূর্যগ্রহণের কথা উল্লিখিত রয়েছে। সূর্যগ্রহণ সম্পর্কে এটিই এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে পুরনো তথ্য।

Advertisment

Teachers Day 2024: টিচার্স ডে'র সেরা গিফট! আপ্লুত হতে বাধ্য হবেন আপনার প্রিয় শিক্ষক

Space.com-এর রিপোর্ট অনুযায়ী, ঋগ্বেদের ভাষা বেশিরভাগই প্রতীকী এবং রূপক। এর ফলে কোনটা মিথ আর কোনটা ঐতিহাসিক তা বোঝা একটু কঠিন। তবে দুজন বিজ্ঞানী ঋগ্বেদ বোঝার চেষ্টা করেছিলেন। এর মধ্যে রয়েছে মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের মায়াঙ্ক ভাহিয়া এবং জাপানের ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরির মিৎসুরু সোমা। উভয়েই মনে করেন যে তারা ঋগ্বেদে প্রাচীন সূর্যগ্রহণের ইঙ্গিত পেয়েছেন।

দামি রিচার্জকে বলুন Bye, Jio-র সেরা প্ল্যান! মাস প্রতি খরচ ১৭৩ টাকা

কী জানলেন বিজ্ঞানীরা? 

বিজ্ঞানীরা জার্নাল অফ অ্যাস্ট্রোনমিক্যাল হিস্ট্রি অ্যান্ড হেরিটেজে তাদের ফলাফলের কথা জানিয়েছেন। রিপোর্ট অনুসারে, ঋগ্বেদ প্রায় ১৫০০ খ্রিস্টপূর্বাব্দে সংকলিত হয়েছিল। এতে লেখা বেশিরভাগ তথ্যই সমসাময়িক, অর্থাৎ বেদ লেখার সময়ে। তবে ঐতিহাসিক ঘটনার উল্লেখ ঋগ্বেদেও পাওয়া যায়। এমনই একটি বর্ণনা থেকে বিজ্ঞানীরা সূর্যগ্রহণ সম্পর্কে তথ্য পেয়েছেন।

বছরের সবচেয়ে বড় সেল! তোলপাড় ফেলতে প্রস্তুত Flipkart, পান ৮০ শতাংশ ছাড়

বিজ্ঞানীরা ঋগ্বেদ পড়ার পর সূর্যগ্রহণের দুটি সম্ভাব্য তারিখের কথা জানিয়েছেন। প্রথমটি ৪২০২ খ্রিষ্টপূর্বাব্দের ২২ অক্টোবর, দ্বিতীয়টি ৩৮১১ খ্রিষ্টপূর্বাব্দের ১৯ অক্টোবর। এখনও পর্যন্ত সূর্যগ্রহণের প্রাচীনতম রেকর্ড হিসেবে ধরা হয় সিরিয়ার একটি মাটির টালি এবং আয়ারল্যান্ডের একটি শিলা খোদাইকে। সিরিয়ান টালিটিতে যে সূর্যগ্রহণের উল্লেখ ছিল, তা ছিল ১৩৭৫ খ্রিস্টপূর্বাব্দ বা ১২২৩ খ্রিস্টপূর্বাব্দের। আয়ারল্যান্ডে একটি শিলা খোদাইয়ে যে সূর্যগ্রহণের কথা বলা হয়েছে তা ৩৩৪০  খ্রিস্টপূর্বাব্দের। অর্থাৎ ঋগ্বেদ আরও পুরনো সূর্যগ্রহণের হদিশ পাওয়া গিয়েছে। খ্রিস্টপূর্ব সেই বছরগুলোকে যদি বর্তমান সময়ের সঙ্গে যুক্ত করা হয়, তাহলে ঋগ্বেদে ৬ হাজার বছরের পুরনো সূর্যগ্রহণের উল্লেখ আছে।

ঝড়ের গতিতে পান ১০০০ জিবি নেট, আরও দাম কমালো BSNL

 

Solar Power Solar eclipse
Advertisment