Airtel: এয়ারটেল, ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা। সারা দেশে প্রায় ৩৮ কোটির বেশি ইউজার রয়েছে সংস্থার। এয়ারটেল এবার তার ইউজারদের জন্য নিয়ে এসেছে এক জবরদস্ত প্ল্যান। প্রতি মাসে রিচার্জের ঝামেলা থেকে গ্রাহকদের বাঁচানোর জন্য বেশ কয়েকটি অ্যানুয়াল রিচার্জ প্ল্যান অফার করে টেলিকম সংস্থা৷
Airtel তার ইউজারদের জন্য নিয়ে এসেছে পকেট-ফ্রেন্ডলি একটি রিচার্জ প্ল্যান। এই প্ল্যানের দাম মাত্র 1999 টাকা। এই প্ল্যানটি 365 দিনের (এক বছর) বৈধতা অফার করে। অর্থাৎ মাত্র 2000 টাকার বিনিময়ে গোটা বছরের রিচার্জের টেনশন থেকে মুক্তি দিতে এই ধামাকাদার প্ল্যান নিয়ে এসেছে এয়ারটেল।
ধনতেরাসের পবিত্র দিনে সোনা কিনবেন, জানুন ২২ এবং ২৪ ক্যারেটের মধ্যে কী পার্থক্য?
অতিরিক্তভাবে, এই প্ল্যানটিতে সমস্ত নেটওয়ার্কে সীমাহীন কলিংয়ের পাশাপাশি সারা বছরের জন্য প্রতিদিন 100টি বিনামূল্যে SMS-এর সুবিধা দিচ্ছে সংস্থা। 1999 টাকার এয়ারটেল প্ল্যানটি সারা বছরের জন্য 24GB ডেটা অফার করে, প্রতি মাসে 2GB-করে ডেটা পাবেন ইউজাররা।
প্ল্যানটিতে বিনোদনের উদ্দেশ্যে এয়ারটেল স্ট্রীম এবং বিনামূল্যে হ্যালো টিউনস অ্যাক্সেস পাবেন এয়ারটেল ইউজাররা। অতিরিক্তভাবে, গ্রাহকদের অ্যাপোলো 24/7 সার্কেলের সুবিধাও দেওয়া হবে এই প্ল্যানে। আপনি যদি মাসিক রিচার্জের ঝামেলা মুক্তি পেতে সস্তার দীর্ঘ মেয়াদি রিচার্জ প্ল্যানের সন্ধান করে থাকেন তাহলে 1999 টাকার প্ল্যানটি আপনার জন্য একেবারে পারফেক্ট।
ধনতেরাসের ধামাকা অফার, সস্তায় কিনুন সোনা, হীরা, প্লাটিনামেও বিরাট ছাড়!