অঙ্ক সবার জীবনে আসে যার যার মত করে। কারও কাছে অঙ্ক যেমন ভীষণ মজার, তেমনই অনেকের চোখে অন্ধকার বিভীষিকাসম। আমাদের ছোটবেলায় চন্দ্রবিন্দু তো আস্ত একখানা গানই লিখে ফেলেছিল এ বিষয়ে। তবে সময় বদলেছে, এই বাঁচোয়া। এখন হাতে শুধু পেন্সিলই নয়, রয়েছে মুশকিল আসান স্মার্টফোনও। ‘গল্প হলেও সত্যি’র ধনঞ্জয়ের মত তার হাতেও রয়েছে সমস্ত কিছুর হাতেগরম সমাধান। সে বাড়ির দৈনন্দিন হিসেবনিকেশ হোক বা কঠিনতম অঙ্ক কষা।
হ্যাঁ, ঠিকই পড়েছেন, এখন আপনার স্মার্টফোন নিমেষে কষে দেবে যে কোনও অঙ্ক। তা যত কঠিনই হোক না কেন। এবং তার জন্য একটিও গাঁটের কড়ি খরচ করতে হবে না আপনাকে। কীভাবে? ডাউনলোড করুন ফোটোম্যাথ নামক একটি অ্যাপ।

এবার একটি কাগজে অঙ্কটি লিখে আপনার ফোনের ক্যামেরা তাক করলেই কেল্লাফতে। অ্যাপটির ক্যামেরা অঙ্কটি পড়ে ফেললেই তার সমাধান ফুটে উঠবে ফোনের স্ক্রিনে। তাহলে আর দেরি কীসের, এখনই ডাউনলোড করুন ফোটোম্যাথ। অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইফোনে পাওয়া যাবে বিনামূল্যে ।