Advertisment

Hero Splendor Plus XTEC 2.0: দুর্দান্ত লুক, সেরা ফিচার, আরামদায়ক জার্নি, অবিশ্বাস্য মাইলেজ চমকে দিতে বাধ্য!

প্রতি লিটার পেট্রোলে ৭৩ কিলোমিটারের দারুণ মাইলেজ উপভোগ করুন

author-image
IE Bangla Tech Desk
New Update
Hero Splendor Plus XTEC 2.0 Price, Hero Splendor Plus XTEC 2.0 Features, Hero Splendor Price, Hero Splendor Plus XTEC 2.0 Mileage, Hero Bikes, Hero Motorcycles

প্রতি লিটার পেট্রোলে ৭৩ কিলোমিটারের দারুণ মাইলেজ উপভোগ করুন

Hero Splendor Plus XTEC 2.0: এখন মাইলেজের চিন্তা অতীত, বাইকিং-য়ের মজা চুটিয়ে উপভোগ করুন। হিরো লঞ্চ করেছে সর্বশেষ Hero Splendor Plus XTEC 2.0 যাতে আপনি পাবেন প্রতি লিটারে ৭৩ কিলোমিটারের দারুণ মাইলেজ। সঙ্গে রয়েছে দারুণ ফিচার।

Advertisment

Hero MotoCorp-এর জনপ্রিয় বাইক Splendor-এর একটি নতুন রূপ Hero Splendor+ XTEC 2.0 লঞ্চ করা হয়েছে। নতুন এই ভেরিয়েন্টে নতুন প্রযুক্তি এবং উন্নত ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও, এখন এই বাইকটি আপনাকে এক লিটার পেট্রোলে ৭৩ কিলোমিটারের একটি দারুণ মাইলেজ প্রদান করবে।

Hero Motocorp-এর জনপ্রিয় এবং সবচেয়ে বেশি বিক্রিত বাইক Splendor-এর একটি নতুন ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, যাতে রয়েছে সর্বশেষ উন্নত ফিচার। কোম্পানি উন্নত প্রযুক্তি এবং সর্বশেষ বৈশিষ্ট্য সহ Hero Splendor+ XTEC 2.0 লঞ্চ করেছে। আসুন জেনে নিই এই বাইকের নতুন ভেরিয়েন্টের দাম কত?

Hero MotoCorp-এর এই জনপ্রিয় বাইকের নতুন মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ৮২ হাজার ৯১১ টাকা। এই বাইকটি তিনটি ডুয়াল-টোন রঙে কেনা যাবে, ম্যাট গ্রে, গ্লস ব্ল্যাক এবং গ্লস রেড।

আরও পড়ুন : < AC Gas Leakage: এই ভুলের কারণে এসির গ্যাস লিক, আরও ক্ষতি হওয়ার আগে এখুনি সাবধান হোন! >

Splendor-এর নতুন ভেরিয়েন্টে ইকো-ইন্ডিকেটর সহ একটি ডিজিটাল স্পিডোমিটার রয়েছে। এছাড়াও, নতুন ইন্সট্রুমেন্ট কনসোলে রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটরও রয়েছে। সঙ্গে রয়েছে ব্লুটুথ সাপোর্ট, এসএমএস এবং ব্যাটারির ইন্ডিকেটর।

এই জনপ্রিয় বাইকের এই বিশেষ সংস্করণে, কোম্পানিটি আরও ভালো আরামের জন্য দিয়েছে বড় ও লম্বা সিট এবং চার্জ করার জন্য একটি USB পোর্ট সহ একটি বড় গ্লাভবক্স ।

Hero Splendor+ XTEC 2.0 মডেলের ইঞ্জিনটি 100cc-র এই বাইকের মোটরটি আইডল স্টপ স্টার্ট সিস্টেমের সঙ্গে আসে যা ভাল মাইলেজ প্রদান করে। কোম্পানির দাবি বাইকটি এক লিটার তেলে ৭৩ কিলোমিটার দীর্ঘ মাইলেজ প্রদান করবে।

কোম্পানিটি এখন বাইক সার্ভিসিং বাড়িয়ে ৬হাজার কিলোমিটার করেছে, অর্থাৎ এই বাইকটি কেনার পর এখন প্রতি ৬ হাজার কিলোমিটারে সার্ভিসিং করতে হবে। এছাড়াও, কোম্পানিটি বাইকটির সঙ্গে ৫ বছর/৭০হাজার কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি অফার করছে।

Tech News Hero MotoCorp
Advertisment