চিনা অ্যাপ বয়কটে ত্রস্ত গোটা দেশ। পছন্দ থাকলেও চিনা পণ্যে অনিহা তৈরির একটা হওয়া বইছে গোটা দেশজুড়ে। ৫৯ টি চিনা অ্যাপে নিষেধাজ্ঞা জারি করার পর দেশীয় পণ্য ব্যবহারের প্রবণতা দেখা দিয়েছে। এরই মাঝে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশি অ্যাপ বানানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ভারতীয় টেক কমিউনিটির দিকে। এমনই এক পরিস্থিতিতে, আত্মনির্ভর ভারত ক্যাম্পেনের আওতায় দেশীয় সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এলিমেন্টস অ্যাপ নিয়ে এল ভারতীয় সংস্থা। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ক্ষেত্রে উপলব্ধ এই অ্যাপ।
আটটি আঞ্চলিক ভাষায় ব্যবহার করতে পারবেন এলিমেন্টস। বিনামূল্যে ব্যবহার করতে পারবেন েই অ্যাপ। অ্যাপের মধ্যে রয়েছে অডিও ভিডিও ও কনফারেন্স কলের সুবিধা।
প্রতিটি অ্যাপ তথ্য গোপন রাখতে কতটা সফল তা নিয়ে অনিশ্চিয়তা থাকে। তাই অ্যাপ লঞ্চের প্রথমেই প্রশ্ন ওঠে অ্যাপের গোপনীয়তা রক্ষার পলিসি নিয়ে। এক্ষেত্রে অ্যাপ নির্মাণ সংস্থা নিশ্চিত করেছে, যে তাদের অ্যাপে কোনও গোপনীয়তা লঙ্ঘনের সমস্যা হবে না।
elyments
ইতিমধ্যে অ্যাকাউন্ট খুলেছেন যুবরাজ সিং
এলিমেন্টস অ্যাপ স্টোরের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাপ্লিকেশনের শীর্ষে রয়েছে এবং এখনও পর্যন্ত ৪/৫ রেটিং রয়েছে। গুগল প্লে স্টোরে, এলিমেন্টস মাত্র এক দিনে ৫,০০,০০এর বেশি ডাউনলোড হয়েছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন