Advertisment

'তিনটে লাল দাগে সরকার চিনিয়ে দেবে হোয়াটসঅ্যাপে আসা ভুয়ো মেসেজ'?

"সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং আপনি আদালত থেকে সমন পাবেন"।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভুয়ো মেসেজ বন্ধ করতে একাধিক পদক্ষেপ করেছে হোয়াটসঅ্যাপ। কিন্তু এবার নাকি সরকার এগিয়ে এসেছে এই ভুয়ো মেসেজের দাপট কমাতে। হোয়াটসঅ্যাপে আসা কোনো মেসেজের পাশে লাল রঙের তিনটি দাগ দেখা যায় তার মানে "সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং আপনি আদালত থেকে সমন পাবেন"। সম্প্রতি এরকমই একটি মেসেজ ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

Advertisment

প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) তার টুইটারে এই মেসেজটি শেয়ার করে জানিয়েছে, এই তথ্যটি ভুল এবং নিশ্চিত করেছে সরকার এরকম কোনও কাজ করছে না। পিআইবি হ'ল ভারত সরকারের নোডাল এজেন্সি যা সরকারের পরিকল্পনা, নীতি, উদ্যোগ এবং সাফল্য সম্পর্কিত তথ্য প্রচার করে। পিআইবি

টুইট করে জানিয়েছে, “# ফেক নিউজ সতর্কতা! সোশ্যাল মিডিয়াতে প্রচারিত বার্তাগুলি ‘টিক চিহ্নের বিষয়ে হোয়াটসঅ্যাপ তথ্য ভুল। পিআইবিফ্যাক্ট চেক: না, সরকার এ জাতীয় কোনও কাজ করছে না। গুজব থেকে সাবধান! "

উল্লেখ্য, বর্তমানে এই ভুঁয়ো খবর সংক্রমণকে দমন করতে বিশ্বজুড়ে নয়া দাওয়াই নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি মাত্র একটি চ্যাটেই ফর্রওয়ার্ড করা যাবে মেসেজ। গত বছর ভোটের সময় ভুঁয়ো খবর রোধে ফরওয়ার্ড মেসেজের (মেসেজের উপর লেখা থাকবে ফরওয়ার্ড মেসেজ) অপশনটি নিয়ে এসেছিল সংস্থা। মাত্র পাঁচ জনকে পাঠানো যাবে একটি মেসেজ। কিন্তু এখন সেই সংখ্যাও কমিয়ে আনল ফেসবুক অধীনস্ত হোয়াটসঅ্যাপ। গ্রুরপ ও ব্যাক্তিগত চ্যাট উভয় ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। মেসেজ ফরওয়ার্ড করলে মেসেজের উপরে লেখা থাকবে ‘ফরওয়ার্ড মেসেজ’।

Read the full story in English

coronavirus Whatsapp corona
Advertisment