আমেরিকায় বাইটডান্স নিষিদ্ধকরণের প্রশাসনিক নির্দেশে সাক্ষর করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে আগামী ৪৫ দিন পর থেকে মার্কিন মুলুকে কেউই আর টিকটক ও তার স্বত্ত্বাধিকারী সংস্থা ‘বাইটড্যান্স’-এর সঙ্গে কোনও যোগাযোগ রাখতে পারবেন না। কোনও মার্কিন সংস্থার সঙ্গেও কোনও রকম ব্যবসায়িক লেনদেন করতে পারবে না টিকটক।
চলতি সপ্তাহেই ট্রাম্প চিনা অ্যাপকে 'অবিশ্বস্ত' বলে তোপ দাগেন। জানিয়েছিলেন যে, ভারতের পথে হেঁটেই আমেরিকায় ৪৫ দিনে এইসব চিনা অ্যাপ নিষিদ্ধ করা হবে। আর শনিবার থেকেই সেই কাজ শুরু হয়ে যাবে। তারই প্রথম ধাপ বৃহস্পতিবার প্রেসিডেন্টের বাইটডান্স বন্ধের প্রশাসনিক নির্দেশনামায় সাক্ষর করা।
'টিকিটক চীনা সংস্থা। কাজেই মার্কিনিদের ব্যক্তিগত তথ্যাদি ফাঁসের ঝুঁকি থেকে যায়। এর ফলে লাভবান হবে চিনা কমিউনিস্ট পার্টি। তাই জাতীয় সুরক্ষার স্বার্থেই টিকটকের মালিকের বিরুদ্ধে আগ্রাসী পদক্ষেপ করতে হবে।' নির্দেশে এ কথাই উল্লেখ করেছেন ট্রাম্প। ট্রাম্প শুক্রবার জানিয়েছিলেন, মাইক্রোসফ্টের কাছে টিকটক বিক্রির প্রস্তাব প্রত্যাখ্যান করলে, তিনি যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার পরিকল্পনা করবেন।
এছাড়াও ট্রাম্প জানিয়েছেন, 'উইচ্যাট স্বয়ংক্রিযভাবেই ব্যবহারকারীদের থেকে বিস্তারিত তথ্য সংগ্রেহ করে। চিনা কমিউনিস্ট পার্টি এই সব তথ্যের মাধ্যমেই মার্কিনিদের হুঙ্কার দিতে সুযোগ পায়।'
এই নির্দেশের ফলে আগামী ৪৫ দিনের মধ্যে আমেরিকায় কোনও ব্যক্তির সঙ্গে উইচ্যাটের সম্পর্ক নিষিদ্ধ হবে। এছাড়া, সম্পত্তির খাতিরেও ওই সংস্থার কার্যক্রম বন্ধ হবে।
এই প্রসঙ্গে বাইটডান্স কিছু জানাতে অস্বীকার করেছে।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন