সোমবার ভারতে নিষিদ্ধ করা হলো ৫৯ টি চিনা অ্যাপ, যার মধ্যে রয়েছে টিকটক। ভারত-চিন সীমান্তে উত্তেজনার পারদ যেদিন থেকে চড়তে শুরু করেছে, সেদিন থেকেই বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় রব উঠেছে, স্মার্টফোন সমেত চিনে তৈরি সমস্ত সামগ্রী বয়কট করতে হবে। ভারতে চিনা অ্যাপ ব্যবহারের বিরুদ্ধে রীতিমতো হৈ-চৈ শুরু হয়েছে।
তবে আজকে জারি করা নিষেধাজ্ঞার আগেই ইতিমধ্যে অনেকে নিজ নিজ ফোন থেকে ডিলিট করে ফেলেছেন চিনা অ্যাপ। শুরু হয়েছে ভারতীয় আপ ব্যবহারের পালা। যার ফলে দেখা গিয়েছে, টিকটক ব্যবহারের পরিবর্তে ভারতীয়রা শুরু করেছেন 'চিঙ্গারি' নামক অ্যাপের ব্যবহার, যার প্রতিষ্ঠাতাদের মধ্যে রয়েছেন এক বাঙালিও। এখন পর্যন্ত প্রায় ২.৫ মিলিয়ন, অর্থাৎ ২৫ লক্ষ বার ডাউনলোড করা হয়েছে এই অ্যাপ। উল্লেখ্য, ২০১৮ সালের নভেম্বরে লঞ্চ করা হয় চিঙ্গারি অ্যাপ, তবে এযাবতকাল বিশেষ জনপ্রিয়তা জোটে নি তার কপালে।
যাঁরা এতদিন টিকটক ব্যবহার করতেন, তাঁদের জন্য একেবারে যথাযথ হতে পারে চিঙ্গারি অ্যাপ। প্রায়শই ইউজারদের থেকে অ্যাপ সম্পর্কে ফিডব্যাক নেওয়া হয় বলে জানিয়েছেন অ্যাপটির বাঙালি সহ-প্রতিষ্ঠাতা সুমিত ঘোষ।
ছোট ছোট ভিডিও বানিয়ে শেয়ার করার অ্যাপটি মাত্র ১০ দিনের মধ্যে ৫ লক্ষ ৫০ হাজার বার ডাউনলোড হয়েছে। সহ-প্রতিষ্ঠাতা এবং পণ্য ও প্রবৃদ্ধির প্রধান সুমিত ঘোষ বলেছেন যে সর্বাধিক সক্রিয় ব্যবহারকারীদের নিরিখে শীর্ষস্থানীয় অ্যাপগুলির সঙ্গে টেক্কা দিতে প্রস্তুত হচ্ছে চিঙ্গারি।
ভিমেটের মতোই, চিঙ্গারিতে ভিডিও ভাইরাল হওয়ার ভিত্তিতে ইউজারদের টাকা দেওয়া হয়। ব্যবহারকারীরা আপলোড করা প্রতিটি ভিডিওর জন্য ভিউ প্রতি পয়েন্ট পান, যা অর্থের বিনিময়ে জমা করা যায়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন