Advertisment

দিওয়ালির রাতে কম আলোয় ছবি তোলার চার টিপস

এক্সপোজার এবং রঙের ভারসাম্য সঠিক রাখতে হবে। আপনার স্মার্টফোনের ক্যামেরায় ছবি তুলতে চাইলে সঠিক মুহুর্তের জন্য অপেক্ষা করতে হবে এবং ডিভাইসটিকে স্থিতিশীল রাখতে হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কালী পুজোতে প্রদীপ হাতে অথবা টুনি লাইটের সঙ্গে প্রোফাইল পিকচার তোলার হিড়িক কিন্তু আজও তরতাজা। আপনিও নিশ্চই ভেবে রেখেছেন এরকম আলো আঁধারিতে ছবি তুলবেন আজকে। কিন্তু আপনার স্মার্টফোনে যদি ঠিক মনমত না হয় ছবিগুলো? মন খারাপ করবেন না, আপনার জন্য রইল এর সমাধান।

Advertisment

কি ভাবে কম আলোতে আপনার স্মার্টফোনে তুলবেন মনমত ছবি?

Tips for Diwali photography: Adjust shutter and ISO for better exposure

রাতে ভাল শট পেতে হলে একইসঙ্গে ছবিটি আরও উজ্জ্বল করার জন্য ভাল এক্সপোজার প্রয়োজন। এক্সপোজার মূলত তিন সেটিং পয়েন্ট দ্বারা নির্ধারিত হয়: অ্যাপারচার, আইএস ও একটি শাটার। যদিও এই মোডগুলি কেবলমাত্র সদ্য বাজারে আসা ফোনের ক্যামেরাগুলির মধ্যে থাকে। স্মার্টফোনের নির্মাতারা এখন প্রত্যেকটা ফোনেই 'প্রো মোড' ফিচার রাখেন।

শাটার স্পিডের সামঞ্জস্য জরুরি, কারণ একটি ছবি তোলার জন্য সেন্সরে আলো প্রবেশ করার মান ঠিক করতে হবে। কম আলোতে উজ্জ্বল ছবি তোলার জন্য শাটারের গতি বাড়িয়ে ক্লিক করবেন, উদাহরণস্বরূপ, ১/২০০, ১/১০০ সেকেন্ডে ছবি তুলবেন।

Tips for Diwali photography: Keep your device stable

আপনি যদি আলোবাজির ছবি তুলতে চান, এক্সপোজার এবং রঙের ভারসাম্য সঠিক রাখতে হবে। আপনার স্মার্টফোনের ক্যামেরায় ছবি তুলতে চাইলে সঠিক মুহুর্তের জন্য অপেক্ষা করতে হবে এবং ডিভাইসটিকে স্থিতিশীল রাখতে হবে।

বর্তমানে কিছু স্মার্টফোন রয়েছে যাতে ডুয়াল-ওআইএস এবং ইআইএস রয়েছে। সেটিকে অন করে নেবেন

Tips for Diwali photography: Compose your frame and use exposure correctly

ছবির শুটিং করার সময় একটি ফ্রেম করে নেওয়া অতি অবশ্যই প্রয়োজন। যদিও আমরা একটি DSLR ব্যবহার করার সময় ফ্রেম ঠিক করে থাকি। তবে স্মার্টফোনের ক্ষেত্রে ফটো তোলোর সময় স্বভাবতই ভুলে যাই। বাজি পোড়ানোর সময় সাধারণত আমরা আগুন দেওয়ার পর চমকে উঠি, তখন ফ্রেমের গন্ডগোল হয়ে যেতে পারে। তাই ট্রাইপড ব্যবহার করুন। এতে স্থিতিশীল থাকবে ক্যামেরা। ফ্রেমও বদলে যাবে না।

Tips for Diwali photography: Use night mode, avoid using flash

কম আলোতে উজ্জ্বল শট পেতে, আমরা প্রায়ই আমাদের ফোনে LED ফ্ল্যাশ চালু করি। LED ফ্ল্যাশ বিষয়টিকে আলোকিত করতে সহায়তা করলেও ছবির আসল রঙকে মুছে দেয়। এ ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য, যেখানেই সম্ভব পরিবেশগত আলোতে ছবি তোলা ভালো।

যদি আপনার স্মার্টফোনে স্টক ক্যামেরা অ্যাপ্লিকেশনটির নাইট মোড বিকল্প থাকে, তবে আপনি কম আলোর দৃশ্যগুলির জন্য এটি ব্যবহার করতে পারেন। নাইট মোড অন করে ফ্ল্যাশকে অফ রাখবেন।

Read the full story in English

Diwali Kali Puja
Advertisment