Advertisment

Long Bike Tour: উইকেন্ডের মজা নষ্ট হতে দেবেন না! বাইকে লং ট্যুরে যাওয়ার আগে মেনে চলুন এই টিপসগুলি

Long Bike Tour: আপনি যদি আপনার বন্ধু-বান্ধবদের সঙ্গে বা সোলো বাইক ট্রিপ করে দীর্ঘ সফরে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই আজকের এই প্রতিবেদন আপনার জন্য দারুণ উপকারে আসতে পারে।

author-image
IE Bangla Tech Desk
New Update
bike tour

প্রতীকী ছবি

Long Bike Tour: শুরু হয়ে গিয়েছে উৎসবের মরসুম। ছুটির মেজাজে অনেকেই তাদের বাইক নিয়ে দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা করে ফেলেছেন। আপনিও যদি আপনার বন্ধু-বান্ধবদের সঙ্গে বা সোলো বাইক ট্রিপ করে দীর্ঘ সফরে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই আজকের এই প্রতিবেদন আপনার জন্য দারুণ উপকারে আসতে পারে । আসলে, বাইক ট্রিপে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি।

Advertisment

এর মাধ্যমে আপনি ভ্রমণের সময় যেমন দারুণ অভিজ্ঞতা অর্জন করবেন তেমনই ভ্রমণে কোন সমস্যার সম্মুখীন হবেন না। আসুন জেনে নিই বাইকে দীর্ঘ যাত্রায় যাওয়ার আগে কী কী বিষয় মাথায় রাখা উচিত।

ট্রিপ প্ল্যানিং: আপনি আপনার ছুটিতে যেখানেই যেতে চান, ভালোভাবে পরিকল্পনা করুন। গন্তব্য, রুট এবং টোল সহ অনেক তথ্য রয়েছে। রুট সম্পর্কে সঠিক তথ্য থাকলে আপনার সময় এবং জ্বালানি দুটোই বাঁচবে। 

বাইক সার্ভিস: লম্বা ট্রিপে যাওয়ার আগে আপনার বাইক সার্ভিসিং করে নিন। যার ফলে বাইকটি আপনাকে ভ্রমণের সময় সম্পূর্ণভাবে সহায়তা করবে। সার্ভিসিং না করে ভুলেও লং ট্যুরে যাবেন না। তাতে যাত্রার সময় সমস্যার কারণে আপনার পুরো ভ্রমণের মজাটাই নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও ইঞ্জিন ওয়েল এবং ব্রেকিং সিস্টেম ইত্যাদি ভালভাবে পরীক্ষা করুন।

হেলমেট এবং ড্রাইভিং জ্যাকেট পরতে ভুলবেন না: আপনি যদি দুঃসাহসিক কোনো ভ্রমণে যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে তাহলে অবশ্যই রাইডিং জ্যাকেট পরুন। এছাড়া হেলমেট ছাড়া কখনই গাড়ি চালাবেন না। 

বিপজ্জনক রাইডিং এড়িয়ে চলুন এবং নিয়মগুলির জন্য পরিকল্পনা করুন: আপনার ভ্রমণের সময় ট্রাফিক নিয়মগুলি অনুসরণ করতে ভুলবেন না। এ ছাড়া বিপজ্জনক গাড়ি চালানো এড়িয়ে চলুন। পাবলিক রাস্তায় যেকোনো ধরনের স্টান্ট করা বিপজ্জনক হতে পারে।

টান টান উত্তেজনা! আদৌ নিরাপদে পৃথিবীতে ফিরতে পারবেন সুনিতা উইলিয়ামস? নাসার বিরাট আপডেট

নির্জন জায়গায় বাইক পার্ক করবেন না: দীর্ঘ যাত্রার সময় অনেক ধরনের রাস্তা দিয়ে যেতে হয়। এমন পরিস্থিতিতে যাত্রার সময় কোনো নির্জন স্থানে না থাকার চেষ্টা করুন। এ ছাড়া অতিরিক্ত জ্বালানি সঙ্গে রাখুন। 

বাইকের ডকুমেন্ট সবসময় সাথে রাখুন: বাইক ভ্রমণের সময় আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ নথির হার্ড কপি বা সফট কপি রাখা গুরুত্বপূর্ণ। এর মধ্যে গাড়ির রেকিস্ট্রেশন, ব্লু-বুক, বীমা, পিইউসি এবং ড্রাইভিং লাইসেন্সের মতো নথি সঙ্গে নিতে ভুলবেন না। 

এক্সপ্রেসওয়েতে গাড়ি চালাবেন না: এক্সপ্রেসওয়ে এবং হাইওয়ের মধ্যে পার্থক্য রয়েছে। এক্সপ্রেসওয়ে শুধুমাত্র 4-হুইলার এবং ভারী যানবাহনের জন্য। ভারতে মাত্র তিনটি এক্সপ্রেসওয়ে রয়েছে, যেখানে টু-হুইলার গাড়ির চালানোর অনুমতি রয়েছে। তিনটি এক্সপ্রেসওয়েই উত্তরপ্রদেশে।

মহালয়ায় মহা বিস্ফোরণ! সস্তার প্ল্যানে বছরের সবচেয়ে বড় ধামাকা আনল BSNL

 

motorbike riding bike
Advertisment