সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক মুখপাত্র বৃহস্পতিবার বলেছেন, ফেসবুক করোনভাইরাসের জেরে লকডাউন পরিস্থিতিতে ২০২১ সালের জুলাই পর্যন্ত কর্মচারীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দিয়েছে এবং তাদের 'হোম অফিসে'র প্রয়োজনের জন্য এক হাজার ডলার দেবে।
* সংস্থাটি অন্যান্য বড় প্রযুক্তি সংস্থাগুলির নেওয়া সিদ্ধান্তের পথেই হাঁটল। সম্প্রতি একই ধরণের পদক্ষেপ করেছে একাধিকত কোম্পানি।
* জুলাইয়ের শেষের দিকে,অ্যালফাব্যাট এর গুগল জানিয়েছে ২০২১ সালের জুনের শেষ পর্যন্ত অফিসে আসার প্রয়োজন নেই। টুইটারও তাদের কর্মচারীদের জন্য এই সুবিধা নিয়ে এসেছে।
* "স্বাস্থ্য ও সরকার ও বিশেষজ্ঞদের নির্দেশনা এবং করোনা পরিস্থিতি নিয়ে আমাদের অভ্যন্তরীণ আলোচনা থেকে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে, আমরা কর্মীদের ২০২১ জুলাই পর্যন্ত স্বেচ্ছায় বাড়ি থেকে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছি" ইমেল মারফত জানায় ফেসবুকের মুখপাত্র।
* কর্মীদের বাড়িতে অফিসের প্রয়োজনের জন্য অতিরিক্ত ১০০০ জলার অতিরিক্ত বেতন দেওয়া হবে।