দিনের সেরা প্রযুক্তির খবর- মঙ্গল অভিযানে উন্নত রোভর, পরের বছরও ওয়ার্ক ফর্ম হোম, PUBG কি চিনা গেম?

দিনের সেরা প্রযুক্তির খবর এই প্রতিবেদনে

দিনের সেরা প্রযুক্তির খবর এই প্রতিবেদনে

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পরের বছরও চলবে ওয়ার্ক ফর্ম হোম

publive-image

Advertisment

গুগল সিদ্ধান্ত নিয়েছে যে তাদের ২০০,০০০ কর্মীকে ২০২১ সালের জুন মাস পর্যন্ত বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে।

সোমবার গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই যে রিমোট-ওয়ার্ক অর্ডার জারি করেছেন তাতে গুগলের কর্পোরেট পেরেন্ট অ্যালফাবেট ইনকর্পোরেটেডের মালিকানাধীন অন্যান্য কোম্পানিকেও প্রভাবিত করবে। এটি গুগলের পূর্ববর্তী পরিকল্পনার ছয় মাসের মেয়াদ বৃদ্ধি কে চিহ্নিত করেছে। এই বছরের বাকি সময়ে তাদের বেশিরভাগ অফিস বন্ধ থাকবে।

PUBG কি চিনা গেম

Advertisment

publive-image PUBG

পাবজি জনপ্রিয় হয়ে ওঠার পর না না বিতর্কের মুখোমুখি হয়েছে এই মোবাইল গেম। সম্প্রতি একাধিক চিনা অ্যাপ ব্যান হওয়ার পর প্রশ্ন ওঠে পাবজি কি চিনা অ্যাপ। যদি তাই হয় তাহলে পাবজিকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না।

* পাবজি প্রথমত দক্ষিণ কোরিয়া Bluehole কোম্পানির তৈরি গেম।

* ভারতে বিপুলভবে জনপ্রিয় এই গেম।

* যখন PUBG জনপ্রিয় হতে শুরু করে ব্লুহোল থেকে ব্র্যান্ডের মার্কেটিং এবং লাইসেন্স চীনা বাজারে ছড়িয়ে পড়তে থাকে।

* গেমের উন্নয়নের জন্য Tencent এর সঙ্গে জোট বাঁধে। এই Tencent কোম্পানি চিনা সংস্থা

মঙ্গল অভিযানে উন্নত রোভরে মনোনিবেশ নাসার

publive-image

আটটি সফল মঙ্গল অবতরণের পর নাসা তার নবমতম রোভার নিয়ে ভাবনা নিয়ে ভাবনাচিন্তায় মার্কিন মহাকাশ সংস্থা। এই সপ্তাহে মহাকাশযানটি উত্্ক্ষেপনের জন্য প্রস্তুত করা হয়েছে- এটি নাসার সবচেয়ে সাহসী এবং উন্ন্ত মস্তিষ্কের মঙ্গল রোভার।মঙ্গলের দৃশ্য এবং শব্দকে বন্দী করার জন্য রোভারে থাকছে ক্যামেরা এবং মাইক্রোফোন। এর সুপার স্যানিটাইজড নমুনা রিটার্ন টিউব থাকছে অতীতের মঙ্গল গ্রহের জীবনের প্রমাণ ধারণ করে এমন পাথরকে বেছে নেবে- এটি মহাশূন্যের জন্য আবদ্ধ সবচেয়ে পরিষ্কার আইটেম।

NASA