Advertisment

দিনের সেরা বাছাই করা প্রযুক্তির খবর : দুরন্ত গতিতে ছুটে আসছে ধূমকেতু,বিপদ থেকে রক্ষা পেতে রাতারাতি মুছে ফেলতে হল ১১ টি অ্যাপ

দিনের বাছাই করা প্রযুক্তির খবর পড়ুন একটি প্রতিবেদনে

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Top tech news headline in one place: দুরন্ত গতিতে সে পৃথিবীর দিকে এগিয়ে আসছে। তার রূপ দেখে স্তম্ভিত মহাকাশ বিজ্ঞানীরা।ম্যালওয়ার অ্যাটাক, বিপদ থেকে রক্ষা পেতে রাতারাতি মুছে ফেলতে হল ১১ টি অ্যাপ।৮৩ কোটি ছুঁতে চলেছে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা।

Advertisment

পৃথিবীর দিকে দুরন্ত গতিতে ছুটে আসছে ধূমকেতু, খালি চোখে দেখা যাবে তাকে

publive-image

লাস্যময়ী রোমাঞ্চকর রূপ নিয়ে তীব্র গতিবেগে পৃথিবীর দিকে ছুটে আসছে ধূমকেতু। তাঁর আলোর ছটার পরিধি কয়েক কিলোমিটার দীর্ঘ। তবে সে শীতল। সে একাই নিজের খেয়াল খুশিতে ঘুরে বেড়ায় মহাকাশে। দীর্ঘদিন সূর্যের প্রেমে হাবুডুবু খেয়ে তার চারপাশেই চক্কর কাটছিল। এখন তার লক্ষ্য পৃথিবী। দুরন্ত গতিতে সে পৃথিবীর দিকে এগিয়ে আসছে। তার রূপ দেখে স্তম্ভিত মহাকাশ বিজ্ঞানীরা। ইনি বিজ্ঞানের খাতায় কলমে সি/২০২০ এফ৩। নাম ‘নিওওয়াইস’।

ম্যালওয়ার অ্যাটাক, বিপদ থেকে রক্ষা পেতে রাতারাতি মুছে ফেলতে হল ১১ টি অ্যাপ

publive-image

ম্যালওয়ার অ্যাটাক গুগলে। গত বছরই এই ম্যালওয়ারের খোঁজ মিলেছিল। চেক পয়েন্টের গবেষকরা গুগল প্লে স্টোরে খুঁজে পেয়েছেন, জোকার ড্রপার ও প্রিমিয়াম ডেইলার নামের দুটি স্পাইওয়ার। এদের আপাতদৃষ্টিতে বৈধ অ্যাপের ভিতরে লুকিয়ে থাকতে দেখা গিয়েছে। এই নতুন আপডেট হওয়া জোকার ম্যালওয়্যারটি ডিভাইসে একাধিক ম্যালওয়্যারকে আপনার অজান্তেই ডেকে আনতে পারে।

৮৩ কোটি ছুঁতে চলেছে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা

publive-image

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন (আইসিইএ) জানিয়েছে, ভারতে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা ২০২২ সালের মধ্যে প্রায় ৮৩ কোটি ছুঁতে চলেছে। প্রধানত ওপেন অপারেটিং সিস্টেম যেমন অ্যান্ড্রয়েড এবং কম দামে ইন্টারনেট হাতের মুঠোয় চলে আসার পরই স্মার্টফোন ব্যবহার বেড়েছে, বলছে সমীক্ষা।

কেপিএমজি ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরামর্শদাতা নীরজ ভার্মা রিপোর্টে বলেছেন,“তাত্পর্যপূর্ণভাবে বৃদ্ধি পেয়েছে গ্রামীণ ও স্থানীয় ভাষায় ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহার। ওপেন অপারেটিং সিস্টেম যেমন অ্যান্ড্রয়েডের কারণে স্মার্টফোনের দাম সাশ্রয়ী হয়ে উঠেছে এবং স্থানীয় ভাষাগত অ্যাপ্লিকেশন সহ কার্যকারিতা বৃদ্ধি অন্যতম অবদান"। ডিসেম্বর ২০১৯ পর্যন্ত, ভারতের মোট স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা ছিল ৫০ কোটি। এরপর গ্রামীণ ভারতে স্মার্টফোন ব্যবহার সংখ্যা বেড়েছে প্রায় ৪০ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, “গ্রামীণ ভারতে স্মার্টফোনের অনুপ্রবেশ ঘটে ২০১৫ সালে, ২০১৮ সালে সেটি বেড়ে দাঁড়ায় ২৫ শতাংশ।” প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতে এখন ইন্টারনেট ব্যবহারকারীর ৯৭ শতাংশই মোবাইল ডিভাইসের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছেন।

Read the full story in English

smartphone Whatsapp google
Advertisment