Advertisment

প্রভাবশালী ব্যক্তিদের টুইটার অ্যাকাউন্ট হ্যাকের পিছনে রয়েছে টুইটারে কর্মচারীরা!

বৈদ্যুতিক জিনিস জামাকাপড় কসমেটিক্স ওষুধপত্র সমস্ত কিছুই পাওয়া যাবে এই অ্যাপে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সর্ষের ভিতর ভূত। হ্যাকারদের দ্বারা প্রভাবিত হয়ে কর্মচারী হ্যাক করেছে তাবড় তাবড় প্রভাবশালী ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট। ওবামা থেকে শুরু করে এলন মাস্ক, বিল গেটস, জেফ বেজসের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।

Advertisment

* ৪৫ জন ইউজারের পাসওয়ার্ড রিসেট করতে পেরেছে হ্যাকাররা।
* ৮ জনের এর ডেটা যার মধ্যে রয়েছে ব্যক্তিগত মেসেজ ডাউনলোড করা হয়েছে।
* অ্যাকাউন্টের তথ্য বেচে দেওয়ার জন্য এই কাজ করা হয়েছে।

Read the full story in English

২০০ টি শহরে উপলব্ধ জিও মার্ট অ্যাপের পরিষেবা

publive-image

অ্যামাজন ফ্লিপকার্টের বাজার কাটতে রিলায়েন্স নিয়ে এসেছে জিও মার্ট। এটি ই-রিটেল চ্যানেল। গোটা ভারত জুড়ে প্রায় দু'শটি শহরে এখন উপলব্ধ জিও মার্ট। গুগল প্লে অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে এই অ্যাপ। ব্যবসাকে ত্বরান্বিত করতে পারে জিও মার্ট এমনই দাবি মুকেশ আম্বানির। গ্রাহকদের জন্য কেনাকাটি আরও সহজ হবে এই অ্যাপের মাধ্যমে।

*হোয়াটসঅ্যাপ এর সঙ্গে কাজ করবে জিও মার্ট ।
* এদের লক্ষ্য মূলত ক্ষুদ্র ও খুচরো ব্যবসায়ী।
* ইতিমধ্যে ২৫০,০০০ অর্ডার দেওয়া হয়েছে JioMart. মারফত।
* মুদি সদাই ও দৈনিক খাবার জিনিস কিনতে পারবেন।
* অনেকদিন বাড়িতে পৌঁছে যাবে অর্ডার
* বৈদ্যুতিক জিনিস জামাকাপড় কসমেটিক্স ওষুধপত্র সমস্ত কিছুই পাওয়া যাবে এই অ্যাপে।

Read the full story in English

jio reliance jio
Advertisment