Amazon Prime Day 2020 Sale: মঙ্গলবার অ্যামাজন জানিয়েছে যে ৬-৭ আগস্ট ভারতে বার্ষিক প্রাইম ডে ইভেন্টটি হবে। প্রথমবারের মতো, অ্যামাজন প্রাথমিকভাবে করোনভাইরাস মহামারীজনিত কারণে পিছিয়ে যায় এই ইভেন্ট।
আপনি যদি অ্যামাজন প্রাইম ডে নিয়ে খুব বেশি অবগত না হন তবে এই প্রতিবেদন আপনার জন্য়। অ্যামাজনের ২০ তম জন্মদিন উদযাপনে ২০১৫ সাল থেকে প্রাইম ডে শুরু হয়েছিল। সংস্থা এই দিনটি এমনভাবে ডিজাইন করেছিল, যা দেখেতে শুনতে হুবহু ব্ল্যাক ফ্রাইডের মতন। এক বছরের জন্য প্রাইম মেম্বার হতে খরচ ৯৯৯ টাকা
This Prime Day, from 6th-7th August, discover Great Deals, Blockbuster Entertainment and New Launches. Join Prime Today at ₹129/month. #AmazonPrimeDay #DiscoverJoy pic.twitter.com/iDNsnA9blY
— Amazon India (@amazonIN) July 21, 2020
* স্মার্টফোন ল্যাপটপ থেকে শুরু করে যাবতীয় সব কিছুর উপর ছাড় থাকবে এই দিন।
* যদি প্রাইম ডে এর মজা নিতে চান তাহলে এক মাসের জন্য ১২৯ টাকা দিয়েও মেম্বারশিপ নিতে পারেন।
* দিনের দিন ডেলিভারি সহ, প্রাইম সিরিজ, সিনেমা ভিডিও স্ট্রিমিং উপভোগ করতে পারবেন আপনি।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন