Read today's tech news headline in one place: তৃতীয় গ্রহণ আগামী ৫ জুলাই, এটি আংশিক চন্দ্রগ্রহণ।চাঁদে পায়খানার প্যান দেখতে কেমন হবে? এই নিয়েই চিন্তায় নাসার বিজ্ঞানীরা। যে কোনও TPAP থার্ড পার্টি অ্যাপ প্রভাইডারের অ্যাপের সাহায্যে করা যে কোনও লেনদেনই সম্পূর্ণ সুরক্ষিত। প্রযুক্তির খবর একনজরে...
জুলাইতে চন্দ্রগ্রহণ, জানাচ্ছেন বিজ্ঞানীরা
মহাজাগতিক রোমাঞ্জ। পর পর ঘটে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ। কম করে সপ্তাহ দুয়েকের তফাত্্ থাকে। ৫ জুন চন্দ্রগ্রহণ হয়। এরপর ২১ জুন বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। তৃতীয় গ্রহণ আগামী ৫ জুলাই, এটি আংশিক চন্দ্রগ্রহণ।
তবে এই চন্দ্রগ্রহণের তেমন কোনো প্রভাব দৃশ্যমান হবেনা। কারণ, পৃথিবীর শেষের দিকের আংশিক ছায়া গিয়ে পড়বে চাঁদের উপর। খালি চোখে যা দেখা সম্ভব না। বাকি গ্রহণের মতো প্রকট হবে না।
চাঁদে কেমন হতে পারে টয়লেট? ডিজাইন করলেই জেতার সুযোগ ২৬ লক্ষ টাকা
চাঁদে পায়খানার প্যান দেখতে কেমন হবে? এই নিয়েই চিন্তায় নাসার বিজ্ঞানীরা। কিন্তু আপনি যদি সেই চিন্তার অবসান করতে পারেন, তাহলে আপনাকে মোটা অঙ্কের পুরস্কার দেবে মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন। সম্প্রতি নাশা টয়লেটের ডিজাইন চেয়েছে বিশ্ববাসীর কাছে থেকে। যা ভবিষ্যতে চাঁদের জমিতে তৈরি বাড়িতে রাখা হবে। টয়লেটের ডিজাইন পছন্দ হলে প্রায় কুড়ি হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।