Advertisment

দিনের সেরা প্রযুক্তির খবর: "দেশি অ্যাপ" বানানোর চ্যালেঞ্জ, জিও মিটে একাধিক ফিচার,

শনিবার তিনি ভারতের টেক কমিউনিটিকে আত্মনির্ভর অ্যাপ ইকোসিস্টেম তৈরি করার নির্দেশ দিয়েছেন।আজ গুরু পূর্ণিমা। পূর্ণিমাতেই পৃথিবীর উপছায়া গিয়ে পড়ছে চাঁদের উপর।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Read today's top trending news headline in one place. Latest technology news, popular news headlines briefs in Bengali: গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোরে এই অ্যাপের প্রাপ্ত রেট ৪.৮ ও ৪.৬। অ্যাপটি ১ লাখ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ডাউনলোড করেছে। আত্মনির্ভর ইনোভেশন চ্যালেঞ্জ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisment

দেশীয় অ্যাপ জিও মিটের আকর্ষণীয় পাঁচ ফিচার

publive-image

যখন চিনা অ্যাপ বয়কটে উত্তেজনা তুঙ্গে তখন দেশীয় অ্যাপ লঞ্চ এগিয়ে এসেছে রিলায়েনস জিও। জিও মিট ভিডিও চ্যাটিংয়ে নিরাপদ দেশীয় প্ল্যাটফর্ম নিয়ে এসেছে সংস্থা। JioMeet অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাবে। নিঃসন্দেহে জুম, গুগল মেট, স্কাইপের সঙ্গে প্রতিদন্ধিতা করতে ভিডিও কলিং প্ল্যাটফর্ম নিয়ে হাজির রিলায়েন্স।ইতিমধ্যে গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোরে এই অ্যাপের প্রাপ্ত রেট ৪.৮ ও ৪.৬। অ্যাপটি ১ লাখ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ডাউনলোড করেছে।

"দেশি অ্যাপ" বানানোর চ্যালেঞ্জ দিলেন প্রধানমন্ত্রী

publive-image প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আত্মনির্ভর ইনোভেশন চ্যালেঞ্জ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার তিনি ভারতের টেক কমিউনিটিকে আত্মনির্ভর অ্যাপ ইকোসিস্টেম তৈরি করার নির্দেশ দিয়েছেন। গত সপ্তাহের শুরুতে টিকটক , শেয়ারইট সহ ৫৯ চাইনিজ অ্যাপে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার।

শুরু হয়েছে উপছায়া চন্দ্রগ্রহণ

publive-image

সকাল ৮.৩৭ থেকে শুরু হয়েছে উপছায়া চন্দ্রগ্রহণ। চলবে ১১.২২ পর্যন্ত। পশ্চিমগোলার্ধে গ্রহণ চলছে। কাজেই, এই মহাজাগতিক রোমাঞ্চ দেখার সুযোগ হল না ভারতবাসীর। তবে আপনি যদি দেখে চান, তাহলে ভরসা ইউটিউব চ্যানেল বা কোনও লাইভ পেজ। আজ গুরু পূর্ণিমা। পূর্ণিমাতেই পৃথিবীর উপছায়া গিয়ে পড়ছে চাঁদের উপর। এই গ্রহণের সাক্ষী থাকতে পারল, দক্ষিণ পশ্চিম ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা, আর্টলান্টিক, ভারত মহাসাগর, এব আন্টার্কাটিকার বেশ কিছু জায়গার বাসিন্দারা।

publive-image

বিজ্ঞানীরা জানাচ্ছেন, উপছায়া গ্রহণ সেভাবে প্রভাব ফেলে না পৃথিবীর উপর। খালি চোখে দেখা যায় না।

Read the full story in English

lunar eclipse
Advertisment