দিনের সেরা বাছাই করা প্রযুক্তির খবর: সেনাকে ডেটিং থেকে চ্যাটিং অ্যাপ ব্যবহারে না ভারতীয় সরকারের

দিনের বাছাই করা প্রযুক্তির খবর পড়ুন একটি প্রতিবেদনে

দিনের বাছাই করা প্রযুক্তির খবর পড়ুন একটি প্রতিবেদনে

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারতে নিয়োগ পদ্ধতি শুরু করবে জুম

Advertisment

publive-image ব্যবহৃত হচ্ছে জুম অ্যাপ

জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম আগামী পাঁচ বছরে ভারতে বিনিয়োগ করার পরিক্লপনা করেছে এবং নিয়োগের পদ্ধতি শুরু করবে। শীর্ষ কোম্পানির এক নির্বাহী জানিয়েছেন, মুকেশ আম্বানির সদ্য চালু হওয়া JioMeet এর সঙ্গে প্রতিদন্ধীতা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisment

কেমন করে সেট-আপ করবেন অ্যামাজনে ভিডিও প্রোফাইল?

publive-image

অ্যামাজন সম্প্রতি ঘোষণা করেছে , এখন থেকে ব্যবহারকারীরা তৈরি করতে পারবেন প্রোফাইল। প্রাথমিকভাবে, ফিচারটি কেবল ভারত এবং আফ্রিকাতে উপলভ্য।  নেটফ্লিক্সেও রয়েছে একই ফিচার।  এই ফিচারটি মারফত ব্যবহারকারীরা ছয়টি প্রোফাইল তৌরি কতরতে পারবে।

ফেসবুক-ইনস্টাগ্রাম-টিন্ডার সহ ৮৯ টি চিনা অ্যাপ ডিলিট করার নির্দেশ দেওয়া হল ভারতীয় সেনাকে

publive-image

৫৯ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার পরে, ভারতীয় সেনাবাহিনী এবং কর্মকর্তাদের স্মার্টফোন থেকে ৮৯ টি অ্যাপ মুছে ফেলার নির্দেশ দিয়েছে ভারত সরকার। সংবাদ সংস্থা এএনআই ৮৯টি অ্যাপের একটি সম্পূর্ণ তালিকা শেয়ার করেছে। উল্লেখযোগ্যভাবে, তালিকায় শুধু চিনা অ্যাপ নয়, রয়েছে অন্যান্য অ্যাপের তালিকাও।