Advertisment

দিনের সেরা প্রযুক্তি খবর: দাম বাড়ল বিএসএনএল রিচার্জের,মুছে ফেলা হল প্রায় ৩০ হাজার অ্যাপ

বিক্রম ল্যান্ডার থেকে বেরিয়ে এসে, কয়েক মিটার পথ পাড়িও দিয়ে ফেলেছে সেই রোভার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিএসএনএল

সরকারি টেলিকম সংস্থা BSNL বেশ কয়েকটি ব্রডব্যান্ড প্ল্যানে পরিবর্তন এনেছে।চন্দ্রযান ২ এর সঙ্গে যোগাযোগ হয়নি আজও। ২৬ হাজারেরও বেশি চিনা গেমিং অ্যাপ-সহ ২৯,৮০০টি অ্যাপ সরিয়ে ফেলেছে অ্যাপেল।

Advertisment

দাম বাড়ল বিএসএনএল রিচার্জের

publive-image বিএসএনএল

সরকারি টেলিকম সংস্থা BSNL বেশ কয়েকটি ব্রডব্যান্ড প্ল্যানে পরিবর্তন এনেছে। যাতে দেখা যাচ্ছে ১ আগস্ট ২০২০ থেকে বেশ কিছু ব্রডব্যান্ড প্ল্যানের মাসিক চার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে।

* বিএসএনএল তাদের ১৭টি ব্রডব্যান্ড প্ল্যানের মধ্যে ৭টি প্ল্যানের দাম বাড়িয়েছে।

* যেই ৭টি প্ল্যানের দাম বেড়েছে সেগুলি হল - 2GB BSNL CUL Plan, 3GB CUL Plan, 4GB CUL Plan, 5GB CUL Plan, superstar 300 Plan আর 15GB CUL plan।

চিনের অ্যাপ স্টোর থেকে মুছে ফেলা হল প্রায় ৩০ হাজার অ্যাপ

publive-image অ্যাপেল

চিনের অ্যাপ স্টোর থেকে মুছে ফেলা হল প্রায় ৩০ হাজার অ্যাপ! ২৬ হাজারেরও বেশি চিনা গেমিং অ্যাপ-সহ ২৯,৮০০টি অ্যাপ সরিয়ে ফেলেছে অ্যাপেল। জানা গিয়েছে, লাইসেন্সহীন গেমিং অ্যাপের বাড়বাড়ন্ত ঠেকাতেই এই পদক্ষেপ নিয়েছে জনপ্রিয় মার্কিন প্রযুক্তি সংস্থা।

* এ বছরের শুরুতেই Apple বিভিন্ন গেম প্রস্তুতকারক সংস্থাদের বলেছিল জুন মাসের শেষেই তাদের সরকারি লাইসেন্সের নম্বর জমা দিতে হবে।

* জুন মাসের মধ্যে সরকারি লাইসেন্সের নম্বর জমা না দিলে, স্টোর থেকে ওই অ্যাপ সরিয়ে নেওয়া হবে।

* কুইমাই প্রকাশিত রিপোর্টের দাবি, নিয়ম না মানায় ২৯,৮০০টি অ্যাপ সরিয়ে দিয়েছে অ্যাপেল।

চাঞ্চল্যকর তথ্য! রোভার চাঁদে কয়েক মিটার পথ যাত্রা করেছিল

publive-image চন্দ্রযান-২

চন্দ্রযান ২ এর সঙ্গে যোগাযোগ হয়নি আজও। কিন্তু সম্প্রতি গবেষণায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। যেখানে দেখা যাচ্ছে বিক্রম ল্যান্ডার থেকে বেরিয়ে বেশ কিছুটা পথ পারি দিয়েছে রোভার।

* চন্দ্রপৃষ্ঠে ISRO’র ল্যান্ডার বিক্রমের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গিয়েছে। নিখোঁজ রোভার প্রজ্ঞানের খোঁজ দিয়েছেন চেন্নাইয়ের সেই টেকি শানমুগা সুব্রহ্মণম।

* এখনও চলছে চন্দ্রযান ২ নিয়ে গবেষণা।

* শানমুগার দাবি, রাফ ল্যান্ডিংয়ের কারণে বিক্রম ল্যান্ডারের পেলোডস ভাঙলেও চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযানের প্রজ্ঞান রোভার এখনও অক্ষত আছে। বিক্রম ল্যান্ডার থেকে বেরিয়ে এসে, কয়েক মিটার পথ পাড়িও দিয়ে ফেলেছে সেই রোভার। চন্দ্রপৃষ্ঠে রোভারের সেই গতিপথ ট্র্যাক করেছেন শানমুগা। তারপর নিজেই টুইট করে সবকথা জানিয়েছেন।

* তাহলে কি নতুন করে আশার আলো দেখছেন বিজ্ঞানীরা?

bsnl plan ISRO bsnl apple
Advertisment