/indian-express-bangla/media/media_files/2025/09/29/reliance-jio-2025-09-29-14-03-43.jpg)
Reliance Jio: জিওর দুর্দান্ত রিচার্জ প্ল্যান।
Jio 5 Most Affordable Prepaid Plans: মুকেশ আম্বানির রিলায়েন্স জিও তার গ্রাহকদের জন্য একাধিক সাশ্রয়ী মূল্যের প্রিপেইড প্ল্যান নিয়ে হাজির হয়েছে। এই প্ল্যানগুলো কেবল যে সাশ্রয়ী তাই নয়, বরং এই প্ল্যানগুলিতে আপনি পাবেন ডেটা, কলিং এবং জনপ্রিয় OTT সাবস্ক্রিপশন। নতুন সংযোগ নেওয়ার কথা ভাবছেন বা আপনার বর্তমান প্ল্যান রিচার্জের আগে দেখে নিন জিও-র সেরা ৫ প্রিপেইড রিচার্জ প্ল্যান সম্পর্কে। যেগুলি আপনি পেয়ে যাবেন ৩৫০ টাকার কমে।
পাসপোর্টে ঠিকানা পরিবর্তন করতে চাইলে, ঘরে বসেই করুন, সম্পূর্ণ প্রক্রিয়াটি জেনে নিন
১৯৮ টাকার প্ল্যান:
জিওর সবচেয়ে সস্তা এবং আকর্ষণীয় প্ল্যানটিতে আপনি প্রতিদিন পেয়ে যান ২ জিবি ডেটা সহ ১৪ দিনের ভ্যালিডিটি। এতে আপনি পাবেন ৯টির বেশি OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন, যেমন Sony LIV, ZEE5, Lionsgate Play, Discovery+, Sun NXT, Hoichoi, পাশাপাশি JioTV ও JioAICloud-এর সুবিধা।
২৩৯ টাকার প্ল্যান
এই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, পাশাপাশি আপনি পাবেন ২২ দিনের বৈধতা এবং JioTV ও JioAICloud সাবস্ক্রিপশন। এছাড়াও, পাবেন আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি SMS-এর সুবিধা পাওয়া যাবে।
২৯৯ টাকার প্ল্যান
২৯৯ টাকার প্ল্যানে পেয়ে যান ২৮ দিনের বৈধতা, প্রতিদিন ১.৫ জিবি ডেটা, JioTV ও JioAICloud সাবস্ক্রিপশন, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি SMS।
৩২৯ টাকার প্ল্যান:
২৮ দিনের বৈধতা সহ এই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, JioSaavn Pro, JioTV ও JioAICloud-এর সাবস্ক্রিপশন। এছাড়াও পাবেন আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি SMS সুবিধা রয়েছে।
৩৪৯ টাকার প্ল্যান:
জিওর সবচেয়ে এক্সক্লুসিভ প্ল্যানটি, যার মেয়াদ ২৮ দিন এবং প্রতিদিন ২ জিবি ডেটা। এতে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি SMS রয়েছে। TRUE 5G সুবিধার মাধ্যমে আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করা যাবে। এছাড়াও, কোম্পানির নবম বর্ষপূর্তি উপলক্ষ্যে পেয়ে যান অতিরিক্ত সুবিধা রয়েছে, যেমন ২% অতিরিক্ত জিও গোল্ড, ২ মাসের জিওহোম ফ্রি ট্রায়াল, ৩ মাসের জিওহটস্টার সাবস্ক্রিপশন, রিলায়েন্স ডিজিটাল ও আজিওতে বিশেষ অফার, জোমাটো গোল্ড (৩ মাস) ফ্রি সাস্ক্রিপশন।