Top 5 Family Electric Scooter In bengla: দুর্দান্ত মাইলেজ থেকে পান আকর্ষণীয় ফিচার্স, দামেও সেরা এই ৫ ইলেকট্রিক স্কুটার

Top 5 Family Electric Scooter In bengla: পরিবারের জন্য একটি দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার কিনতে চাইছেন? কিন্তু কোনটি আপনার জন্য সেরা তা ভেবে পাচ্ছেন না? তাহলে আজকের এই প্রতিবেদনে জেনে নিন ২০২৫ এর সেরা ৫ ইলেকট্রিক স্কুটারের তালিকা।

author-image
Sayan Sarkar
New Update
Top 5 Family Electric Scooter In bengla: দুর্দান্ত মাইলেজ থেকে পান আকর্ষণীয় ফিচার্স, দামেও সেরা এই ৫ ইলেকট্রিক স্কুটার

দুর্দান্ত মাইলেজ থেকে পান আকর্ষণীয় ফিচার্স, দামেও সেরা এই ৫ ইলেকট্রিক স্কুটার Photograph: (ফাইল ছবি)

Top 5 Family Electric Scooter In bengla:  পরিবারের জন্য একটি দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার কিনতে চাইছেন? কিন্তু কোনটি আপনার জন্য সেরা তা ভেবে পাচ্ছেন না? তাহলে আজকের এই প্রতিবেদনে জেনে নিন ২০২৫ এর সেরা ৫ ইলেকট্রিক স্কুটারের তালিকা। Ola থেকে TVS পাঁচটি ইলেকট্রিক স্কুটারের মধ্যে থেকে আপনি আপনার বাজেট অনুসারে বেছে নিতে পারেন যে কোন একটি মডেল। এই ৫ ইলেকট্রিক স্কুটারেই আপনি পাবেন দারুণ মাইলেজ, সেরা ডিজাইন সেই সঙ্গে একেবারে লেটেস্ট ফিচার্স। 

Advertisment


ইলেকট্রিক স্কুটারগুলির চাহিদা বাজারে দিনে দিনে বাড়ছে। এই বিষয়টি মাথায় রেখে, কোম্পানিগুলি আরও উন্নত ফিচার্স, দারুণ ডিজাইন সহ একের পর এক ইলেকট্রিক স্কুটারের মডেল বাজারে লঞ্চ করছে। এমন পরিস্থিতিতে যদি আপনিও নিজের বা আপনার পরিবারের জন্য এমন একটি স্কুটার কেনার পরিকল্পনা করে থাকে যাতে আপনি পাবেন সেরা মাইলেজ, তাক লাগানো ফিচার্স তাহলে জেনে নিন   কোন পাঁচটি স্কুটার হতে পারে আপনার জন্য সেরা? 

ভারতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০০ টাকার উপরে । এমন পরিস্থিতিতে, পেট্রোলের খরচে নাভিশ্বাস উঠছে আম-আদমির। ভরসা এখন ইলেকট্রিক স্কুটার। আজকের এই প্রতিবেদনে জানুন কোন পাঁচটি স্কুটার পছন্দের তালিকায় রাখবেন? 

TVS iQube

Advertisment

টিভিএসের আইকিউব ইলেকট্রিক স্কুটারটি চাহিদা আকাশছোঁয়া।  দীর্ঘদিন ধরে বাজারে দাপট দেখাচ্ছে টিভিএস আইকিউব। এই স্কুটারের অনেকগুলি ভেরিয়েন্ট বাজারে উপলব্ধ। এর সবচেয়ে সস্তা ভ্যারিয়েন্টের দাম  ৮৪৯৯৯ টাকা। এতে রয়েছে ২.২ কিলোওয়াট ব্যাটারি প্যাক। সম্পূর্ণ চার্জে মিলবে ৭৫ কিলোমিটারের দারুণ মাইলেজ।  

Bajaj Chetak 2903

বাজাজ Bajaj Chetak 2903 মডেলের দাম ৯৬ হাজার টাকা থেকে শুরু। সম্পূর্ণ চার্জে আপনি পাবেন ১২৩ কিলোমিটার দীর্ঘ রেঞ্জ। এই স্কুটারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬৩ কিলোমিটার পর্যন্ত।

Ola S1 Air

ওলা ইলেকট্রিক সেগমেন্টে নিয়ে এসেছে নতুন Ola S1 Air মডেল। এই মডেলের দাম ১.০৭ লক্ষ টাকা। একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে, Ola S1 Air আপনাকে দেবে ১৫১ কিলোমিটারের সার্টিফাইড রেঞ্জ। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত।

Ather Rizta
Ather Rizta বৈদ্যুতিক স্কুটার সেগমেন্টে একটি পরিচিত নাম। Ather Rizta মডেলের দাম ৯৯, ৯৯৯ টাকা। সম্পূর্ণ চার্জে আপনি পাবেন ১৫৯ কিলোমিটারের IDC রেঞ্জ।  এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত।


OPG Defy 22

২০২৫ সালের জানুয়ারিতেই ওপিজি মোবিলিটি বাজারে আনে Ferrato Defy 22 নামে একটি নতুন ইলেকট্রিক স্কুটার। এই স্কুটারটির দাম ৯৯, ৯৯৯ টাকা। সম্পূর্ণ চার্জে পাবেন ৮০ কিলোমিটার রেঞ্জ। সর্বোচ্চ গতি ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত।

Electric scooter