Top 5 Refrigerators 2025: পরিবারের জন্য একেবারে আদর্শ, বাজেট ফ্রেন্ডলি এই ফ্রিজগুলির চাহিদা এখন তুঙ্গে

Best Refrigerators for Indian Homes 2025: ২০,০০০ টাকারও কম দামের এই রেফ্রিজেটরগুলি বাড়ির ব্যবহারের জন্য একেবারে পারফেক্ট। Amazon-এ পাচ্ছেন নো কস্ট EMI-এর সুবিধা।

Best Refrigerators for Indian Homes 2025: ২০,০০০ টাকারও কম দামের এই রেফ্রিজেটরগুলি বাড়ির ব্যবহারের জন্য একেবারে পারফেক্ট। Amazon-এ পাচ্ছেন নো কস্ট EMI-এর সুবিধা।

author-image
IE Bangla Tech Desk
New Update
Top 5 Refrigerators 2025

পরিবারের জন্য একেবারে আদর্শ, বাজেট ফ্রেন্ডলি এই ফ্রিজগুলির চাহিদা এখন তুঙ্গে

Best Fridge for Indian Homes 2025: ২০,০০০ টাকারও কম দামের এই রেফ্রিজেটরগুলি বাড়ির ব্যবহারের জন্য একেবারে পারফেক্ট। Amazon-এ পাচ্ছেন নো কস্ট EMI-এর সুবিধা। 

Advertisment

আপনি যদি নিজের বাড়ির জন্য ২০ হাজার রেঞ্জের মধ্যে একটি ভালো রেফ্রিজারেটর কিনতে চান, তাহলে আজকের এই প্রতিবেদনে দেখে নিন সেরা রেফ্রিজারেটরের তালিকা। ছোট পরিবার, দম্পতি এবং অবিবাহিতদের জন্য এগুলিই সেরা। রেফ্রিজারেটরগুলির ডিজাইন একাধারে যেমন আকর্ষণীয় তেমনই আধুনিক। এই সিঙ্গেল ডোর রেফ্রিজারেটরগুলি Amazon Deals-এ আপনি কিনতে পারেন মাত্র ২০,০০০ টাকার মধ্যেই। 

Godrej 194 L 5 Star Turbo Cooling Single Door Refrigerator:

এটি একটি সিঙ্গেল ডোর রেফ্রিজেটর। রেফ্রিজারেটরে আপনি পাবেন ফাস্ট কুলিং ফাংশন। এতে উন্নত ইনভার্টার প্রযুক্তি রয়েছে। এই ৫ স্টার রেফ্রিজারেটরটি বিদ্যুৎ খরচও কমায়। এই রেফ্রিজেটরের ধারণ ক্ষমতা ১৯৪ লিটার। পাশাপাশি  রেফ্রিজারেটরে বোতল রাখার জন্য প্রশস্ত জায়গা দেওয়া হয়েছে।

Advertisment

Voltas Beko, A TATA Product 183 L 4 Star Direct Cool Single Door Refrigerator:

টপ ব্র্যান্ডের ভোল্টাস রেফ্রিজারেটির ডিজাইনটি বেশ আকর্ষণীয়। রয়েছে ফাস্ট কুলিং ফেসিলিটি। 

Whirlpool 192 L 3 Star Single Door Refrigerator:

Whirlpool রেফ্রিজারেটরটিতে রয়েছে অটো ডিফ্রস্ট ফাংশন ।  এই রেফ্রিজারেটরে উন্নত মাইক্রোপ্রসেসর দেওয়া হয়েছে। এটি প্রায় ১২ ঘন্টা দুধ তাজা রাখতে পারে। এতে রয়েছে বিশেষ মাইক্রোব্লক প্রযুক্তি। শাকসবজি এবং ফলকে সতেজ  এবং জীবাণুমুক্ত রাখে। এই রেফ্রিজারেটরের মোট ধারণক্ষমতা ১৯২ লিটার।

LG 185 L 5 Star Inverter Direct-Cool Single Door Refrigerator:

আপনি যদি কম দামে একটি ভালো রেফ্রিজারেটর কিনতে চান, তাহলে LG রেফ্রিজারেটরও আপনার জন্য খুব বিকল্প হতে পারে। এই ফ্রিজের সঙ্গে আপনি পেয়ে যাবেন সেরা স্ট্যান্ড ড্রয়ারও। যেখানে আপনি সহজেই আরও অনেক ফলমূল শাক-সবজী সংরক্ষণ করতে পারবেন। এটি একটি সিঙ্গেল ডোর ৫ স্টার রেফ্রিজারেটর।  

Samsung 223 L, 3 Star, Digital Inverter, Direct-Cool Single Door Refrigerator:

এই স্যামসাং রেফ্রিজারেটরটিতে রয়েছে সিঙ্গেল ডোর সিস্টেম। অতিরিক্ত জায়গার জন্য এতে রয়েছে একটি বেস ড্রয়ার রয়েছে। এই ফ্রিজের ধারণ ক্ষমতা  ২২৩ লিটার। এই অসাধারণ রেফ্রিজারেটরে ডিজিটাল ইনভার্টার প্রযুক্তি রয়েছে। রেফ্রিজারেটরটি ২ থেকে ৩ জন সদস্যের পরিবারের জন্য সবচেয়ে ভালো অপশন।

Refrigerator