Advertisment

Best air coolers: পকেট বাঁচিয়ে নিমেষে মিলবে অসহনীয় গরম থেকে মুক্তি, নামমাত্র দামেই এসির মতোই ঠাণ্ডা থাকবে ঘর

আপনি এই গরমে কুল থাকতে কিনতে পারেন কম দামে এসির মতো কুলিং এর সুবিধা সমেত একটি এয়ার কুলার। তাতে একদিকে যেমন আপনার পকেটও বাঁচবে তেমনই আপনাকে চিন্তা করতে হবে না কিনতে মাসিক বিদ্যুৎ খরচ নিয়েও।

author-image
IE Bangla Tech Desk
New Update
best cooler in india,top-rated coolers in india,best air coolers in the country,india's favorite coolers,air coolers,cooler

পকেট বাঁচিয়ে নিমেষে মিলবে অসহনীয় গরম থেকে মুক্তি, যৎসামান্য দামেই এসির মতোই ঠাণ্ডা থাকবে ঘর

যেন আগুন ঢালছে সূর্য। একটানা তাপপ্রবাহ বাংলার জেলায়-জেলায়। অসহনীয় গরমে নাজেহাল পরিস্থিতি আট থেকে আশি-র। এই আবহেই প্রবলভাবে বেড়ে গিয়েছে এয়ার কন্ডিশনার মেশিন কেনার হিড়িক। এয়ার কন্ডিশনার মেশিনটি আজ আর বাহুল্যতা নয়, এটি এখন যেন অপরিহার্য্য একটি সামগ্রী হয়ে উঠেছে। গত কয়েক দিনে গোটা রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গের শহর থেকে জেলা, তুমুলভাবে বেড়ে গিয়েছে এসি মেশিন কেনার হিড়িক। ইলেকট্রনিক্সের শোরুমগুলিতে এসি কিনতে উপচে পড়া ভিড়। এসির জোগান দিতেই হিমশিম খেতে হচ্ছে সংস্থাগুলিকে।

Advertisment

কিন্তু অনেকেরই এসি মেশিন কেনার ইচ্ছা থাকলেও স্রেফ দামের কারণে পিছিয়ে আসতে হচ্ছে। পাশাপাশি মাথায় রাখতে হচ্ছে প্রতিমাসের ইলেকট্রিক বিলের বিষয়টিও। এসি ছাড়া কীভাবে এই প্রবল গরম থেকে মুক্তি পাবেন নামমাত্র খরচে? আপনি এই গরমে কুল থাকতে কিনতে পারেন কম দামে এসির মতো কুলিং এর সুবিধা সমেত একটি এয়ার কুলার। তাতে একদিকে যেমন আপনার পকেটও বাঁচবে তেমনই আপনাকে চিন্তা করতে হবে না কিনতে মাসিক বিদ্যুৎ খরচ নিয়েও। কিন্তু কোন ব্র্যাণ্ডের কুলার কিনবেন সেটা জানা নেই? আসুন এই প্রতিবেদনে জেনে নিন কোন কুলারটি হবে আপনার বাড়ির জন্য একেবারে পারফেক্ট।

BAJAJ 90 L Desert: বাজারের এই কুলারের দাম মাত্র ১০,৯৯৯ টাকা। সেই সঙ্গে আপনি পাবেন ২ হাজার টাকার ছাড়। মাত্র ৮,৯৯৯ টাকায় আপনি বাজারের এই কুলারটি বাড়িতে কিনতে পারেন। এতে রয়েছে ৯০ লিটারের বড় জলের ট্যাঙ্ক। সঙ্গে আরও শীতলতার জন্য রয়েছে একটি আইস চেম্বারও। যার ফলে আপনি এই কুলার থেকে একেবারে এসির মতোই ঠাণ্ডা বাতাস উপভোগ করতে পারবেন।

Thomson 150: এই কুলারটি আপনি পাবেন মাত্র ১৩,৯৯৯ টাকাতেই। ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart থেকে ব্যাঙ্ক অফারে আপনি পেয়ে যাবেন ২ হাজার টাকার ডিসকাউন্ট। এই কুলারের ওয়াটার ট্যাঙ্কের ক্যাপাসিটি ১৫০লিটার। এই এয়ার কুলারটি ৯০ ফুট এয়ার থ্রো সহ পাবেন। এতে রয়েছে একটি বড় মোটর।

USHA 70 L Desert: এই কুলারটি আপনি পেয়ে যাবেন মাত্র ১১,৯৯৯ টাকাতে। HDFC ব্যাঙ্কের ডিসকাউন্ট অফারের অধীনে আপনি এই কুলারের উপর পাবেন ২ হাজার টাকার ছাড়। ১ বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে এই কুলারের উপর। এই কুলারের ওয়াটার ট্যাঙ্কের ক্যাপাসিটি ৭০ লিটার । এই এয়ার কুলারটি ১৯ ফুট এয়ার থ্রো সহ পাবেন।

Havells Celia 55L Air Cooler: এই হ্যাভেলস কুলারটিতে রয়েছে ৫৫ লিটারের জলের ট্যাঙ্ক। এছাড়াও এই কুলারে রয়েছে একাধিক আধুনিক ফিচার। এই এয়ার কুলারটি প্রতি ঘন্টায় ৩৫০০ এম-৩ পর্যন্ত এয়ার ডেলিভারি করে। হ্যাভেলস কুলারের দাম মাত্র ১৩,২৯৯ টাকা।

USHA Desert AERO Style 70ASD1: এই কুলারটি আপনি পাবেন মাত্র ১২,৮৫০ টাকাতে। কেনার দিন থেকে ১ বছরের জন্য পাবেন ওয়ারেন্টি। এই কুলারটির ওয়াটার ট্যাঙ্ক ক্যাপাসিটি ৭০ লিটার। এতে রয়েছে অটো রিস্টার্ট এবং ডাস্ট ফিল্টার ফিচার।

Tech News
Advertisment