Best Budget Smartphones Under 20,000: মারকাটারি অফারে জলের দরে লেটেস্ট স্মার্ট ফোন! বিরাট অফার নিতে বাজারে উপচে পড়া ভিড়

Affordable smartphones under 20,000 in 2025:  স্মার্টফোনগুলিতে আপনি পেয়ে যান একেবারে লেটেস্ট ফিচার্স, দারুন ক্যামেরা। একই সঙ্গে স্মার্টফোনগুলির ডিজাইন তাক লাগাতে বাধ্য।

Affordable smartphones under 20,000 in 2025:  স্মার্টফোনগুলিতে আপনি পেয়ে যান একেবারে লেটেস্ট ফিচার্স, দারুন ক্যামেরা। একই সঙ্গে স্মার্টফোনগুলির ডিজাইন তাক লাগাতে বাধ্য।

author-image
IE Bangla Tech Desk
New Update
Best Smartphones Under 20K

দুর্দান্ত ফিচার্সের সেরা স্মার্ট ফোনের সন্ধান করছেন? বাজেট ২০ হাজার? চিন্তা কীসের? আজকের এই প্রতিবেদনে আপনার জন্য রইল মাত্র ২০ হাজার বাজেটের মধ্যে স্মার্ট ফোনের বিরাট সম্ভার।

Top smartphones under ₹20,000 in 2025: দুর্দান্ত ফিচার্সের সেরা স্মার্ট ফোনের সন্ধান করছেন? বাজেট  ২০ হাজার? চিন্তা কীসের? আজকের এই প্রতিবেদনে আপনার জন্য রইল মাত্র ২০ হাজার বাজেটের মধ্যে স্মার্ট ফোনের বিরাট সম্ভার। পাশাপাশি আপনি এই সকল স্মার্টফোনে পেয়ে যাবেন দুর্দান্ত ডিল সঙ্গে সেরা এক্সচেঞ্জ বেনিফিট। 

Advertisment

স্মার্টফোনগুলিতে আপনি পেয়ে যান একেবারে লেটেস্ট ফিচার্স, দারুন ক্যামেরা। একই সঙ্গে স্মার্টফোনগুলির ডিজাইন তাক লাগাতে বাধ্য। আপনি যদি ২০,০০০ টাকা রেঞ্জের সেরা স্মার্টফোনের সন্ধান করে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য বিশেষ কার্যকর। 

অ্যামাজন নিয়ে এসেছে স্মার্টফোনের উপর দুর্দান্ত ডিল।  দুর্দান্ত অফার সহ আপনি এই লেটেস্ট স্মার্টফোনগুলি পেয়ে যান একেবারে জলের দরে। আপনি চাইলে নো কস্ট ইএমআই-য়ের সুবিধাও নিতে পারেন। দেখে নিন বাজেট ফ্রেন্ডলি সেরা স্মার্ট ফোনের তালিকা- 

iQOO Z7 Pro 5G ( 8GB RAM, 256GB):

Advertisment

iQOO Z7 Pro 5G স্মার্টফোনটির স্লিম ডিজাইন তাক লাগাতে বাধ্য। এই স্মার্টফোনটিতে রয়েছে 3D কার্ভড AMOLED ডিসপ্লে। সেই সঙ্গে পাবেন 64MP Aura Light যা ছবির মান আরও উন্নত করে। দামের দিক থেকে এই স্মার্টফোনটি বেশ স্লিম। এতে ৮ জিবি র‍্যামও। ব্যবহারকারীরা এই স্মার্টফোনটিকে ৪.৪ স্টার রেটিংও দিয়েছেন। এই স্মার্টফোনের বৈশিষ্ট্যগুলিও অসাধারণ।

OnePlus Nord CE 3 Lite 5G (8GB RAM, 128GB):

OnePlus Nord CE 3 Lite 5G স্মার্টফোনটির ডিজাইন খুবই আকর্ষণীয়। এই স্মার্টফোনটিতে 8GB RAM এবং 128GB স্টোরেজ রয়েছে। স্মার্ট ফোনটির ক্যামেরা সেটআপও দুর্দান্ত  এই সেরা স্মার্টফোনটি Amazon-এ ১৫% ছাড়ে পাওয়া যাচ্ছে।

নাথিং ফোন (২এ) ৫জি (8GB RAM, 128GB):

আপনি যদি দুর্দান্ত ফিচার্স সহ একটি লেটেস্ট স্মার্টফোন কিনতে চান, তাহলে এই Nothing Phone (2a) 5G স্মার্টফোনটি আপনার জন্য দুর্দান্ত অপশন হতে পারে। এই স্মার্টফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে। এটিতে একটি ৫০ এমপি ওআইএস ক্যামেরা রয়েছে। স্মার্টফোনটি ৪৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে, যার ফলে স্মার্টফোনটি ৫৯ মিনিটে ১০০% পর্যন্ত চার্জ করা যায়।

Samsung Galaxy M16 5G ( 8GB RAM, 128GB):

এই সর্বশেষ স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর দিয়ে সজ্জিত। এই Samsung Galaxy M16 5G মডেলটিতে রয়েছে সুপার AMOLED ডিসপ্লে। পেয়ে যাবেন 25W ফাস্ট চার্জিং সাপোর্ট। 

Redmi Note 14 5G ( 8GB RAM, 128GB):

এই ৮ জিবি র‍্যামের Redmi Note 14 5G স্মার্টফোনটিতে একটি ৫০ এমপি Sony LYT 600 OIS + EIS ক্যামেরাও রয়েছে। সুপার ক্যামেরায় অনেক সুপার এআই ফিচার্সও রয়েছে। পাশাপাশি পেয়ে যাবেন নো কস্ট ইএমআই অপশনও।

5G smartPhone