Advertisment

Top Wireless Power Banks 10000mAh : তারের ঝামেলা নেই, পান ডাইরেক্ট চার্জিংয়ের সুবিধা! বিরাট ডিসকাউন্টে পান সেরা এই ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্ক

Top Wireless Power Banks 10000mAh : ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে আপনি কেবল ছাড়াই আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোন অনায়াসেই চার্জ করতে পারবেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
Xiaomi Wireless Power Bank

আজকের এই প্রতিবেদনে এমন কিছু সেরা ওয়্যারলেস পাওয়ার ব্যাংক সম্পর্কে জানাতে চলেছি যেগুলো ব্যবহার করে সহজেই স্মার্টফোন চার্জ করতে পারবেন। Photograph: (ফাইল চিত্র)

Top Wireless Power Banks 10000mAh : ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে আপনি কেবল ছাড়াই আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোন অনায়াসেই চার্জ করতে পারবেন। যদি আপনার কাছে QI সার্টিফিকেশন সহ একটি স্মার্টফোন থাকে যে স্মার্টফোনগুলিতে  ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে সেই ফোনগুলিতে চার্জ করার জন্য আপনি অনায়াসেই ওয়্যারলেস পাওয়ার ব্যাংকের মাধ্যমে আপনার ফোন চার্জ করতে পারেন।

Advertisment

আজকের এই প্রতিবেদনে এমন কিছু সেরা ওয়্যারলেস পাওয়ার ব্যাংক সম্পর্কে জানাতে চলেছি যেগুলো ব্যবহার করে সহজেই স্মার্টফোন চার্জ করতে পারবেন। এই পাওয়ার ব্যাংকগুলিতে পাবেন ফাস্ট চার্জিং সাপোর্টের সুবিধা। দুর্দান্ত এই পাওয়ার ব্যাঙ্কগুলি ব্যবহার করে  আপনি অ্যান্ড্রয়েডের পাশাপাশি অ্যাপল ডিভাইসও চার্জ করতে পারেন। Amazon Deals-এ এই পাওয়ার ব্যাংকগুলির উপর দেওয়া হচ্ছে ৬৪% পর্যন্ত ছাড়ও। তাই আর দেরি না করে আজই অর্ডার করুন সেরা ওয়্যারলেস পাওয়ার ব্যাংক। 

Xiaomi Wireless Power Bank 10000mAh:

 Xiaomi ওয়্যারলেস পাওয়ার ব্যাংক আকারে বেশ কমপ্যাক্ট। ওজনেও হালকা। এই লেটেস্ট ওয়্যারলেস  পাওয়ার ব্যাংক আপনি যেকোনো জায়গায় অনায়াসেই আপনার সঙ্গে নিয়ে যেতে পারবেন। এর ব্যাটারি ক্ষমতাও ১০০০০mAH, যার সাহায্যে আপনি মোবাইল একাধিকবার চার্জ করতে পারবেন। ওয়্যারলেস চার্জিংয়ে ১০ ওয়াটের আউটপুট দেয়। 

Advertisment

pTron Dynamo Arc 10000mAh 22.5W USB Fast Charging Nano Magnetic Power Bank:

এই pTron Dynamo Arc Power Bank ব্যাটারি ক্যাপাসিটি ১০০০০mAH, এই পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে আপনি আপনার মোবাইল প্রায় ২ বার সম্পূর্ণ চার্জ করতে পারবেন। এই পাওয়ার ব্যাংকটি ১৫ ওয়াটের ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং প্রদান করে যার মাধ্যমে আপনি আপনার মোবাইলটি দ্রুত চার্জ করতে পারেন। আপনি কেবলের মাধ্যমে 20W আউটপুটও পাবেন। এতে ৩টি আউটপুট এবং ১টি ইনপুট পোর্টও রয়েছে। 

Belkin Wireless Power Bank 10000 mAH:

ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ এই এই পাওয়ার ব্যাংকটিতে একটি বিল্ট-ইন পপ-আপ কিকস্ট্যান্ডও। ফলে আপনি অনায়াসেই এটি যেকোনো জায়গায় রেখে চার্জ করতে পারবেন। এই পাওয়ার ব্যাংকটি iPhone 16, 16 Plus, 16 Pro, এবং iPhone 16 Pro Max, সেইসাথে iPhone 15 এবং 14 এর জন্য একেবারে পারফেক্ট। সেরা এই পাওয়ার ব্যাংকে রয়েছে LED ইন্ডিকেটর লাইটও।  

Ambrane MagSafe Wireless 10000mAh Fast Charging Power Bank:

আপনি যদি আইফোন বা কিউআই সার্টিফাইড অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য একটি ওয়্যারলেস পাওয়ার ব্যাংক কিনতে চান, তাহলে এই অ্যামব্রেন ম্যাগসেফ ওয়্যারলেস পাওয়ার ব্যাংকটি আপনার জন্য সেরা। এই পাওয়ার ব্যাংকে ২২.৫ ওয়াটের চার্জিং আউটপুটও দেওয়া হচ্ছে। এটিতে রয়েছে মাল্টি চার্জিং পোর্ট।  যার মাধ্যমে একসাথে একাধিক ডিভাইস চার্জ করা যাবে। এটি একটি প্রিমিয়াম কোয়ালিটির পাওয়ার ব্যাংক।

10000mAh Magnetic Wireless Power Bank:

১০০০০mAh ম্যাগনেটিক ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্কটি   ১৫W ওয়্যারলেস এবং ম্যাগসেফ চার্জিং অফার করে। এই পাওয়ার ব্যাংকের লিথিয়াম পলিমার ব্যাটারি বেশ টেকসই এবং শক্তিশালী। ওয়্যারলেসের পাশাপাশি এতে টাইপ সি চার্জিং আউটপুটও দেওয়া হচ্ছে। এর পিছনের দিকে একটি স্ট্যান্ডও দেওয়া আছে। পাওয়ার ব্যাঙ্কের ডিজাইনও বেশ নজরকাড়া। 

Advertisment