আধার নম্বর প্রকাশ্যে এনে চ্যালেঞ্জ ট্রাই চেয়ারম্যানের

এ ঘটনার সূত্রপাত অন্য একটি টুইটে। সেই টুইটে বলা হয়েছিল, ‘‘১৩ ফুট দেওয়ালের ওপর এত ভরসা থাকলে আধার নম্বর প্রকাশ করে দেখান।’’

এ ঘটনার সূত্রপাত অন্য একটি টুইটে। সেই টুইটে বলা হয়েছিল, ‘‘১৩ ফুট দেওয়ালের ওপর এত ভরসা থাকলে আধার নম্বর প্রকাশ করে দেখান।’’

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

UIDAI-এর প্রাক্তন চেয়ারম্যান টুইট করেছিলেন, ‘‘আমার আধার নম্বর হল XXXX XXXX XXXX।"

আধার থেকে তথ্য ফাঁসের ব্যাপারে যা রটছে তা যে সঠিক নয়, তা প্রমাণ করতে নিজের আধার নম্বর প্রকাশ্যে জানিয়ে দিলেন টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)-এর চেয়ারম্যান।

Advertisment

তাঁর চ্যালেঞ্জ অবশ্য মাঠে মারা গেছে। টুইটার ব্যবহারকারীরা ট্রাই চেয়ারম্যান আর এস শর্মার মোবাইল নম্বর, বাড়ির ঠিকানা এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে শুরু করে দিয়েছেন। তবে ট্রাই চেয়ারম্যান অবশ্য তাতে দমেননি। তাঁর দাবি, যেসব তথ্য সামনে আনা হচ্ছে, সেগুলো ইতিমধ্যেই প্রকাশ্য।

UIDAI-এর প্রাক্তন চেয়ারম্যান টুইট করেছিলেন, ‘‘আমার আধার নম্বর হল XXXX XXXX XXXX। আমি আপনাদের চ্যালেঞ্জ করছি। একটা উদাহরণ দিন, যা দিয়ে আপনারা আমার কোনও ক্ষতি করতে পারবেন।’’

Advertisment

এ ঘটনার সূত্রপাত অন্য একটি টুইটে। সেই টুইটে বলা হয়েছিল, ‘‘১৩ ফুট দেওয়ালের ওপর এত ভরসা থাকলে আধার নম্বর প্রকাশ করে দেখান।’’ সেই টুইটের জবাবেই এই টুইটটি করেন আর এস শর্মা।

আরও পড়ুন, জলপাইগুড়িতে আধারকার্ডসহ ধৃত চিন ও নেপালের নাগরিক

ফরাসি নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত বলে দাবি করে এক টুইটার ব্যবহারকারীর বক্তব্য, ট্রাই চেয়ারম্যানের ব্যাঙ্ক অ্যাকউন্টের সঙ্গে তাঁর আধার নম্বর যুক্ত করা নেই। এ কথা অবশ্য অস্বীকর করেছেন আর এস শর্মা।

তিনি ফোন না ধরলেও এসএমএসের উত্তরে জানিয়েছেন, ‘‘চ্যালেঞ্জ ওপেন আছে।’’

শ্রীকৃষ্ণ কমিটি তথ্য সংরক্ষণ নিয়ে তাদের রিপোর্ট পেশ করার এক দিন পরই এই চ্যালেঞ্জ ছুড়েছেন আর এস শর্মা। গোপনীয়তা সংরক্ষণের জন্য শ্রীকৃষ্ণ কমিটি আধার আইনে বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব করেছে। বর্তমান আধার আইন যে বিভিন্ন সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের ব্যাপারে নীরব, সে দিকে অঙ্গুলিনির্দেশ করেছে এই রিপোর্ট।