Advertisment

সময় বাড়ানোর পাশাপাশি ট্রাইয়ের নতুন প্রস্তাব

কিছু গ্রাহকের পক্ষে একগুচ্ছ চ্যানেলের মধ্যে থেকে বাছাই করাটা কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিছু ক্ষেত্রে দেখা গেছে টাকা জমা দিয়ে দেওয়ার পরও তাঁরা পছন্দসই চ্যানেল দেখতে পাচ্ছেন না।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নটা-পাঁচটার অফিস করে এসে পছন্দের চ্যানেল বাছাইয়ের সময় হয়ে উঠছে না? এদিকে তো আবার তাগাদা রয়েছে কেবল অপারেটরের। এখন পরিস্থিতি সামাল দিতে পছন্দের চ্যানেল বাছাইয়ের ক্ষেত্রে সময়সীমা আবারও বাড়াল ট্রাই। বাছাই করার বর্তমান সময়সীমা এখন ৩১ মার্চ। এর মধ্যেই বাছাই করে ফেলুন আপনার চ্যানেল তালিকা। কারণ প্রথমে ৩১ জানুয়ারি, তারপর ৩১ মার্চ অবধি সময়সীমা বাড়িয়েছে সংস্থা। এরপর আর সুযোগ দেবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

Advertisment

সময় বাড়ানোর পাশাপাশি ট্রাই নিয়ে এসেছে 'বেস্ট ফিট প্ল্যান'। যেখানে গ্রাহকদের পছন্দের ভিত্তিতে আগেভাগেই বাছাই করা থাকবে চ্যানেল। অর্থাৎ যাঁরা বৈধ সময়ের মধ্যে বাছাই পর্ব সেরে উঠতে পারছেন না, তাঁদের বিগত দিনের পছন্দের ভিত্তিতে ভাগ করে দেওয়া হবে চ্যানেল। সেই বাছাইয়ের কাজ করবেন কেবল অপারেটররাই। এমনই সুপারিশ করেছে ট্রাই। বাছাই করার ৭২ ঘণ্টা পর দেখতে পারবেন আপনার পছন্দের চ্যানেল।

আরও পড়ুন: ফেব্রুয়ারি থেকেই কেবল-ডিটিএইচ বিলে বড় বদল, কত আসবে বিল? হিসাব করুন নিজেই

প্রেস রিলিজে ট্রাই জানিয়েছে, কিছু গ্রাহকের পক্ষে একগুচ্ছ চ্যানেলের মধ্যে থেকে বাছাই করাটা কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিছু ক্ষেত্রে দেখা গেছে টাকা জমা দিয়ে দেওয়ার পরও তাঁরা পছন্দসই চ্যানেল দেখতে পাচ্ছেন না। অনেকের বক্তব্য, বিনামূল্যে কিছু চ্যানেল দেখা যাচ্ছে। বাকি পেইড চ্যানেল দেখা যাচ্ছে না।

মাসের শুরুতে নতুন সম্প্রচার পরিকাঠামোর অধীনে গ্রাহকদের একাধিক সংযোগের প্রত্যেকটির জন্য সমপরিমাণ এনসিএফ জমা দিতে হবে কিনা, সে বিষয়ে স্পষ্ট করে এতদিন কিছু জানায় নি ট্রাই। তবে সদ্য সম্প্রচার নিয়ন্ত্রক এই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, একাধিক টিভি সংযোগের ক্ষেত্রে গ্রাহকদের এনসিএফ বাধ্যতামূলক নয়।এক বিবৃতিতে ট্রাই জানায়, "নতুন ব্যবস্থাপনায় একই পরিষেবার অন্তর্গত বাড়ীতে দ্বিতীয় বা তার অতিরিক্ত সংযোগ থাকলে, সেক্ষেত্রে পরিষেবা সরবরাহকারীরা যদি কম মূল্যের এনসিএফ বা ছাড় দেওয়ার বন্দোবস্ত করেন, তাতে কোনো বিধিনিষেধ নেই।"

Read the full story in English

Telecom Regulatory Authority of India
Advertisment