মোবাইল নম্বর অপরিবর্তিত রেখে সার্ভিস প্রোভাইডার বদলানো ছিল সপ্তাহ দুয়েকের গল্প। কিন্তু সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়ার (ট্রাই) নতুন নির্দেশিকায় সহজ ও গতিশীল হবে এই কর্মপদ্ধতি। সার্ভিস প্রোভাইডার বদলাতে চাইলে অনির্দিষ্ট কালের জন্য অপেক্ষার প্রয়োজন হবে না। ‘পোর্টিং’ এখন আরও সহজ ও গতিশীল ।
নতুন নির্দেশিকায় ট্রাই জানিয়েছে, ‘ইনফ্রা লাইসেন্সড সার্ভিস এরিয়া’, অর্থাৎ যদি একই এলাকা বা সার্কেলের মধ্যে আপনার মোবাইল নম্বরটির বদল ঘটাতে চান, তাহলে তা দুদিনেই সম্ভব হবে। শুধু অন্য সার্কেলে নম্বর পোর্ট করাতে চাইলে আরও অতিরিক্ত দু'দিন সময় লাগবে। নির্দেশিকায় সার্ভিস প্রোভাডারদের জন্য কড়া বার্তা দিয়েছে ট্রাই। অন্যায়ভাবে কোনও সার্ভিস প্রোভাইডার পোর্টিংয়ে সময় নিলে ১০,০০০ টাকা জরিমানা হতে পারে। নির্দেশিকা অনুযায়ী, ইউনিক পোর্টিং কোডের বৈধতার ১৫ দিন থেকে কমিয়ে চার দিন করা হয়েছে। তবে উত্তর-পূর্ব ভারত এবং জম্মু-কাশ্মীরে পোর্টিং কোর্ডের বৈধতা থাকবে আগের মতই ১৫ দিন।
আরও পড়ুন: সিংহাসন দখলে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও
সাম্প্রতিক 'মোবাইল নম্বর পোর্টবিলিটি' নিয়ম অনুসারে, কোনও ব্যবহারকারী পরিষেবার পরিবর্তন করতে চাইলে প্রথম ধাপে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে পরিষেবা প্রদানকারীকে। তবেই মোবাইল নম্বর পোর্টেবিলিটি পরিষেবার অনুমতি পাওয়া যাবে। একবার যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে, গ্রাহকরা একটি পোর্টিং কোড (ইউপিসি) পাবেন, যা পোর্টিং প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য ব্যবহার করতে হবে।
এই প্রক্রিয়াটি ‘UPC mismatch’ বা ‘UPC expiry’ সমস্যাগুলিকে দূর করতে পারে, যা পুরোনো পোর্টিংয়ের নিয়মে হামেশাই দেখা যেত। ৬০ দিনের পর্যালোচনার পর অফিসিয়ালি ঘোষণা করা হয় নতুন নিয়ম।
Read the full story in English