আগামী দুমাসের মধ্যে 'ওভার দ্য টপ' (টিভি বা টেলিযোগাযোগের প্রচলিত অন্যান্য মাধ্যম ছেড়ে ইন্টারনেটের মাধ্যমে সরাসরি গ্রহকের কাছে অনুষ্ঠান পৌঁছে দেওয়ার ব্যবস্থা) পরিষেবা পরিকাঠামোর ওপর নতুন সুপারিশ জারি করতে চলেছে ট্রাই, জানালেন সংস্থার চেয়ারম্যান আরএস শর্মা।
চলতি বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এম ডব্লিউ সি) শর্মা পিটিআইকে জানান, ইতিমধ্যে ওটিটি পরিষেবার ওপর কাগজপত্র তৈরি করা হয়েছে। খুব শীঘ্রই যথাযথ নিয়ম এবং ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। চলতি এমডব্লিউসি-তে আসন্ন ফাইভজি পরিষেবার নয়া প্রযুক্তি এবং প্ল্যান তে প্রকাশ্যে নিয়ে আসে ট্রাই।
আরও পড়ুন: ফেসবুক মেসেঞ্জারে ডার্ক মোড চাই? দেখে নিন কী ভাবে
ডেটা বাজারে একবার প্রবেশ করতে পারলেই ফাইভ জি যে আধিপত্য বিস্তার করবে, তা সহজেই অনুমেয়। ডেটা সম্পর্কিত ব্যবসাগুলির দ্বারা ৫জি এমনভাবে নিয়ন্ত্রিত হবে যে ইন্টারনেট সংস্থা এবং পরিষেবা প্রদানকারী সংস্থা (সার্ভিস প্রভাইডার)-র মাঝের যে ব্যবধান এখন রয়েছে তাও মুছে যাবে। তিনি জানান, একই ধরনের পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিতে যাতে অভিন্ন আইনি নিয়ন্ত্রণ জারি হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট ক্ষেত্রে ইতিমধ্যে আলোচনাও শুরু হয়ে গিয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে আন্তর্জাতিক বাণিজ্যিক সংস্থা জিএসএম অ্যাসোসিয়েশনের ডিরেক্টর জেনারেল ম্যাটস গ্রানার্ড বলেন, ইন্টারনেট সংস্থাগুলির সঙ্গে টেলি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিরও একই নিয়মের আওতায় পড়া উচিত। কারণ, আগামী দিনে কেবল যোগাযোগ (কানেক্টিভিটি) নয়, ৫জি-র মাধ্যমে 'ইনটেলিজেন্ট কানেকটিভিটি' অর্থাৎ ডেটা কেন্দ্রিক বাণিজ্যিক ব্যবস্থা আসতে চলেছে। ম্যাটস আরও বলেন, ভারত ঘোষিতভাবে 'মোবাইল কল টার্মিনেশন রেট' জমানায় দাঁড়ি টানতে চলেছে। এরফলে অনলাইনে কল ও মেসেজিং পরিষেবা প্রদানকারী এবং টেলিকম পরিষেবা প্রদানকারীদের বিলিং ব্যবস্থাকে নিয়ন্ত্রিত ও সুষম করবে।
আরও পড়ুন: জেনে নিন কেমন করে ডাউনলোড করবেন আপনার আধার কার্ড
নতুন প্রযুক্তির বিবর্তন এবং নিয়ন্ত্রণের কার্যক্ষেত্র সম্পর্কে শর্মা বলেন, "প্রযুক্তির বিকাশ ঘটলে আবশ্যিকভাবেই নিয়ন্ত্রণ ব্যবস্থারও বদল ঘটবে। আমারা চাই, এই বিকাশ গ্রাহক অবধি পৌঁছে যাক, সে ক্ষেত্রে আমাদের ব্যবস্থাপনা যেন কোনওভাবেই বাধা হয়ে না দাঁড়ায়। "
Read the full story in English