Advertisment

TVS iQube: ৩০ পয়সার নামমাত্র খরচেই উপভোগ করুন তুফানি জার্নি, পেট্রোলের ঝামেলা থেকে পান চিরতরে মুক্তি

TVS বাজারে তার প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটার iQube-এর সবচেয়ে সস্তা ভেরিয়েন্টটি লঞ্চ করেছে। কোম্পানি এই ভেরিয়েন্টটির দাম রেখেছে মাত্র ৯৫ হাজার টাকা

author-image
IE Bangla Tech Desk
New Update
tvs iqube base model , tvs iqube affordable model , tvs iqube rivals , tvs iqube battery , tvs iqube range , tvs iqube features , tvs iqube

৩০ পয়সার নামমাত্র খরচেই উপভোগ করুন তুফানি জার্নি, পেট্রোলের ঝামেলা থেকে পান চিরতরে মুক্তি

বাজারে সস্তার ব্যাটারি চালিত স্কুটার নিয়ে হাজির TVS একবার চার্জে চলবে ৭০ কিলোমিটার। TVS iQube-এর সবচেয়ে সস্তা ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে, , উন্নত বৈশিষ্ট্যের সঙ্গে সজ্জিত এই ব্যাটারি চালিত স্কুটারে পাবেন ৭ ইঞ্চি ফুল কালার TFT টাচস্ক্রিন, ব্লুটুথ কানেক্টিভিটি, ভয়েস অ্যাসিস্ট, অ্যালেক্সা সাপোর্ট, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, ডিজিটাল ডকুমেন্ট স্টোরেজ, ৩২ লিটার আন্ডার সিট স্টোরেজ ইত্যাদি। এই স্কুটারে কপার ব্রোঞ্জ ম্যাট, কোরাল স্যান্ড স্যাটিন, টাইটানিয়াম গ্রে ম্যাট এবং স্টারলাইট ব্লু রঙে বাজারে উপলব্ধ।

Advertisment

TVS বাজারে তার প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটার iQube-এর সবচেয়ে সস্তা ভেরিয়েন্টটি লঞ্চ করেছে। কোম্পানি এই ভেরিয়েন্টটির দাম রেখেছে মাত্র ৯৫ হাজার টাকা (এক্স-শোরুম প্রাইস)। এই সস্তা মডেলটি এই বৈদ্যুতিক স্কুটারের বেস ভেরিয়েন্ট। TVS iQube-এর দাম ৯৫হাজার টাকা থেকে শুরু হয়ে ১.৮৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। টপ মডেল আপনি পাবেন পাবেন ৫.১ kwh ব্যাটারি প্যাক, যার দাম ১.৮৫ লাখ টাকা। এতে বেশি রেঞ্জ এবং অতিরিক্ত ফিচার্স পাওয়া যাবে। এটি শূন্য থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময় নেয় ৪ ঘণ্টা ১৮ মিনিট। লঞ্চের পাশাপাশি এই স্কুটারের বুকিংও শুরু করেছে সংস্থা। এটি কোম্পানির অফিসিয়াল ওয়েব সাইট বা অনুমোদিত ডিলারের কাছ থেকেও ক্রয় করতে পারবেন। বেস মডেলে রয়েছে ২.২ kWh ব্যাটারি প্যাক।

এন্ট্রি-লেভেল ভেরিয়েন্টটিতে রয়েছে একটি একটি ৫-ইঞ্চি TFT ডিসপ্লে, এই স্কুটারটিতে ৩২ লিটারের আন্ডার সিট স্টোরেজ রয়েছে যেখানে আপনি দুটি হেলমেট একসঙ্গে রাখতে পারেন। এর লম্বা আসন নরম এবং আরামদায়ক। এই স্কুটারটি দৈনন্দিন ব্যবহারের জন্য দারুণ বিকল্প। স্কুটারটির ডিজাইন শুধু স্টাইলিশই নয় এটি বেশ নিরাপদও।

TVS iQube-এর সরাসরি প্রতিযোগিতা করবে Ather ইলেকট্রিক স্কুটারের সঙ্গে। সম্প্রতি, Ather তাদের নতুন ইলেকট্রিক স্কুটার Rizta লঞ্চ করেছে। এর দাম শুরু হয় ১.১০ লক্ষ টাকা থেকে। এই স্কুটারটি দুটি ব্যাটারি প্যাক উপলব্ধ। একবার চার্জে এই স্কুটার ১৬০ কিলোমিটার পর্যন্ত অনায়াসেই যেতে পারে। সংস্থাটি দাবি করেছে যে এটি ছোট পরিবারের জন্য উপযুক্ত।

E Scooter
Advertisment