Advertisment

TVS jupiter 110cc vs Honda activa 110: উন্নত ফিচারের সঙ্গে পান সেরা মাইলেজ, দামের দিক থেকে কোন স্কুটারে পাবেন এক্সট্রা বেনিফিট?

Honda Activa এবং TVS Jupiter110 দুটি স্কুটার এই মুহূর্তে বাজারের দুই সেরা টু হুইলার ।

author-image
IE Bangla Tech Desk
New Update
TVS Jupiter 110cc new model, TVS Jupiter 110cc price, tvs jupiter 110 new model 2024, tvs jupiter 110 on road price, tvs jupiter 110 mileage, tvs jupiter 110 new model mileage, tvs jupiter 110 specifications, activa 110 cc on road price, activa 110 cc mileage, activa features, tvs jupiter features,

Honda Activa এবং TVS Jupiter110 দুটি স্কুটার এই মুহূর্তে বাজারের দুই সেরা টু হুইলার ।

Honda Activa Vs TVS Jupiter 110cc: Honda Activa এবং TVS Jupiter110 দুটি স্কুটার এই মুহূর্তে বাজারের দুই সেরা টু হুইলার । টিভিএস মোটর সম্প্রতি গ্রাহকদের জন্য নতুন একাধিক ফিচার সহ জুপিটারের একটি নতুন মডেল লঞ্চ করেছে। এর ফলে Honda Activa-র জনপ্রিয়তায় কিছুটা হলেও ভাটা পড়বে বলে মনে করছেন অটো এক্সপার্টরা। তবে মাইলেজ, ফিচার, ইঞ্জিন সব দিক থেকে দুটি স্কুটারের মধ্যে কোনটি সেরা আসুন আজকের এই প্রতিবেদনের মধ্য দিয়ে জেনে নেওয়া যাক।

Advertisment

টু-হুইলারের স্কুটার সেগমেন্টের মধ্যে জনপ্রিয়তার দিক থেকে Honda Activa এবং TVS Jupiter- র নাম আসে সবার প্রথমে। টিভিএস মোটর সম্প্রতি ভারতীয় বাজারে গ্রাহকদের জন্য টিভিএস জুপিটারের নতুন মডেল লঞ্চ করেছে। 110 সিসি সেগমেন্টে, বাজারে Honda Activa-র সাথে TVS Jupiter-এর সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। এখন সকলের মনে একটাই প্রশ্ন এই স্কুটারগুলির মধ্যে কোনটি পারফরমেন্সের দিক থেকে সেরা?

TVS Jupiter 110 বনাম Honda Activa: ফিচার
TVS Jupiter-এ থাকবে ফলো মি হেডল্যাম্প, দুটি হেলমেট রাখার মত বড় বুট স্পেস, ভয়েস অ্যাসিস্ট সহ নেভিগেশন ফিচার, ইনফিনিটি লাইট বার, আরামের জন্য লম্বা সিট, ইউএসবি মোবাইল চার্জিং পোর্ট। অন্যদিকে অ্যানালগ স্পিডোমিটার, ডিজিটাল রিডআউট ডিসপ্লে, এলইডি লাইটিং, চাবিহীন রিমোটের মতো স্মার্ট ফিচার রয়েছে অ্যাক্টিভায়।

মাইলেজ এবং ইঞ্জিনের বিবরণ
Honda Activa-এ কোম্পানি 110cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন দিয়েছে যা CVT গিয়ারবক্সের সাথে আসে এবং 7.7 bhp শক্তি উৎপন্ন করে। একই সময়ে, জুপিটারে একটি 113 cc ইঞ্জিন রয়েছে যা 7.9bhp শক্তি উৎপন্ন করে। রিপোর্ট অনুযায়ী, এই স্কুটার দুটি 60 কিলোমিটার রেঞ্জ প্রদান করে।

ভারতে TVS Jupiter 110 এর দাম
টিভিএস জুপিটারের নতুন 110 সিসি মডেলের দাম 73,700 টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হয়, অন্যদিকে Honda Activa-এর দাম 76 হাজার 684 টাকা (এক্স-শোরুম) থেকে শুরু ।

Tech News scooters
Advertisment