Advertisment

TVS Ntorq 125 Black Edition: স্পোর্টি ডিজাইন, দুর্দান্ত সব ফিচার্স! বাজারে কত দামে লঞ্চ হতে চলেছে TVS-র এই স্কুটার?

শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে এই স্কুটার। এই স্কুটারটির লুকও বেশ স্টাইলিশ। এই স্কুটারের বুকিংও শুরু হয়েছে ইতিমধ্যেই।

author-image
IE Bangla Tech Desk
New Update
TVS Motor, TVS Ntorq 125, TVS Ntorq 125 Black Edition, tvs scooters, best tvs scooters, upcoming tvs scooters, TVS electric scooter, electric scooters, auto news

শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে এই স্কুটার। এই স্কুটারটির লুকও বেশ স্টাইলিশ। এই স্কুটারের বুকিংও শুরু হয়েছে ইতিমধ্যেই।

TVS Ntorq 125 Black Edition : TVS Motors তাদের জনপ্রিয় স্কুটার Ntorq 125 Black Edition এর টিজার প্রকাশ করেছে। শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে এই স্কুটার। এই স্কুটারটির লুকও বেশ স্টাইলিশ। এই স্কুটারের বুকিংও শুরু হয়েছে ইতিমধ্যেই।

Advertisment

TVS Ntorq 125 Black Edition এর একটি স্পোর্টি ডিজাইন রয়েছে। TVS-এর এই স্কুটারটিতে 124cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিনটি সর্বোচ্চ 9.2 BHP শক্তি সহ 10.5 Nm এর পিক টর্ক জেনারেট করে। একই সময়ে, এই স্কুটারটি দুর্দান্ত মাইলেজ দিতেও সক্ষম হবে।

টিভিএস এই স্কুটারের বৈশিষ্ট্য সম্পর্কে এখনও তথ্য শেয়ার করেনি। মিডিয়া রিপোর্ট অনুসারে কোম্পানি এই স্কুটারটিতে ডিজিটাল স্পিডোমিটার, ওডোমিটার, টেকোমিটার, স্টাইলিশ টার্ন ইন্ডিকেটর, ড্রাম/ডিস্ক ব্রেক, বড় জ্বালানী ট্যাঙ্কের মতো অনেক আধুনিক বৈশিষ্ট্য দিতে চলেছে।

আরও পড়ুন - < Reliance jio: ফ্রি কলের পাশাপাশি উপভোগ করুন আরও বেশি ডেটা, সস্তার প্ল্যানে বাজিমাত jio-র >

TVS Motors এই স্কুটারটিকে বাজারে লঞ্চ করতে পারে স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টের থেকে কিছুটা বেশি দামে। এই স্কুটারটি 90 হাজার টাকা পর্যন্ত এক্স-শোরুম মূল্যে লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে। TVS Ntorq রেস সংস্করণের এক্স-শোরুম মূল্য রাখা হয়েছে 89,641 টাকা।

লঞ্চের পর, এই স্কুটারটি Yamaha Ray ZR, Honda Duo এবং Aprilia SR125-এর মতো স্কুটারকে কঠিন প্রতিযোগিতা দিতে সক্ষম হবে। অনেক নতুন ফিচার দেখা যাবে এই স্কুটারটিতে।

Tech News scooters
Advertisment