পুলিশি বর্বরতার জেরে জর্জ ফ্লয়েডের মৃত্যুতে উত্তাল আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনের কর্মকাণ্ডে বাকরুদ্ধ গোটা বিশ্ব। পুলিশি অত্যাচারের নমুনা দেখে স্তম্ভিত সকলে। এমনই পরিস্থিতিতে ‘টিম ট্রাম্প’ ও ‘ট্রাম্প ওয়ার রুম’ নামক দুটি অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি ৩.৪৫ মিনিটের ভিডিও আপলোড করা হয়। যে ভিডিওর বিষয়বস্তু ছিল আসন্ন মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষ্যে ট্রাম্পের পক্ষ থেকে জর্জ ফ্লয়েডের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। কিন্তু রাতারাতি সেই ভিডিও মুছে ফেলে টুইটার।
ফ্যাক্ট চেক নোটিফিকেশন পাঠায় টুইটার
টুইট করা ভিডিওটিতে অধিকাংশ ফুটেজের কপিরাইট সমস্যা রয়েছে বলে জানিয়েছে টুইটার। অর্থাৎ, ভিডিও ফুটেজ আপলোডারের নিজস্ব নয়। নিয়ম বিধি মেনে সেই ভিডিও মুছে ফেলতে বাধ্য হয় টুইটার। সোশ্যাল মিডিয়ায় অনেকেরই মনে হয়েছে, ভিডিওতে ফ্লয়েডের মৃত্যুতে শোক প্রকাশ করা ছাড়াও, প্রতিবাদীদের বিরুদ্ধে মন্তব্য করা হয়েছে।
এরপরই টুইটার ট্রাম্পের কাছে ফ্যাক্ট চেক নোটিফিকেশন পাঠায়। তবে এই ঘটনা নতুন নয়। মে মাসের শেষে আমেরিকার নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে পোস্ট করেছিলেন মার্কিন রাষ্ট্রপতি, যে পোস্টের পর ট্রাম্পের কাছে ফ্যাক্ট চেক নোটিফিকেশন পাঠায় টুইটার।
এছাড়াও প্রথমবার ট্রাম্পের কিছু টুইট সম্পর্কে ‘ফ্যাক্ট চেক’ সংক্রান্ত হুঁশিয়ারিও জারি করে টুইটার। ট্রাম্পের দুটি টুইট, যেখানে তিনি ডাকযোগে পাঠানো ব্যালট বা পোস্টাল ব্যালট-কে “জাল” আখ্যা দিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন যে “ডাকবাক্স চুরি হয়ে যাবে”, এবং অন্যান্যভাবে ক্ষতিগ্রস্ত হবে, সে দুটি টুইটের সঙ্গে সতর্কবার্তা যোগ করে টুইটার। টুইট দুটির নীচে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, যেটিতে ক্লিক করলে ডাকযোগে ব্যালট সম্পর্কে ট্রাম্পের ভিত্তিহীন দাবি সংক্রান্ত প্রামাণ্য তথ্য এবং খবর পাওয়া যাবে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Technology News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
'ভোটে অনাচার হলেই অপসারণ', রাজ্য পুলিশ-প্রশাসনকে কড়া বার্তা নির্বাচন কমিশনের
'আমরাই খাওয়াব, বানিয়ে দেব ঘর', বাগবাজার বস্তিবাসীদের বরাভয় মমতার
মাথায় ক্ষতচিহ্ন, বাথটবে রক্তাক্ত পরিণীতি, প্রকাশ্যে 'দ্য গার্ল অন দ্য ট্রেন'-এর টিজার
মেয়েদের বিয়ের বয়স নিয়ে বিতর্কিত মন্তব্য, শিশুসুরক্ষা কমিশনের নোটিস কংগ্রেস নেতাকে
ধোনি, রায়না, বিরাট সবারই কন্যাসন্তান, 'এ তো ভবিষ্যতের মহিলা ক্রিকেট টিম', বলছেন অমিতাভ
১৬ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন! শতাব্দী রায়ের ফ্যান ক্লাবের পোস্ট ঘিরে জল্পনা
ফোনে আড়ি পাতা হচ্ছে দাবি শোভনের, 'ভিত্তিহীন' অভিযোগ বলে ওড়াল তৃণমূল