/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/01/cats-223.jpg)
ভারতে দুটি টুইটার অফিস বন্ধ! ইলন মাস্ক কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ দিয়েছে। জানা গিয়েছে খরচ কমাতেই সংস্থার এই পদক্ষেপ। ভারতে টুইটারের মোট তিনটি অফিস রয়েছে। সেগুলি রয়েছে দিল্লি, মুম্বই এবং ব্যাঙ্গালুরুতে। এর মধ্যে দিল্লি ও মুম্বইয়ের অফিস বন্ধ করার কথা ঘোষণা করেছে সংস্থা।
EXCLUSIVE: Twitter has shut two of its three India offices and told its staff to work from home, underscoring Elon Musk’s mission to slash costs and get the struggling social media service in the black https://t.co/vxl0jtfi14
— Bloomberg (@business) February 17, 2023
ইলন মাস্ক দুটি টুইটার অফিসের কর্মচারীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন। দিল্লি এবং মুম্বইতে টুইটার অফিস বন্ধ থাকলেও শুধুমাত্র বেঙ্গালুরুতে অফিস খোলা থাকবে বলে জানা গিয়েছে। গত বছরের শেষে, টুইটার ভারতে ২০০-এর বেশি কর্মীকে বরখাস্ত করেছে।
৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনেন ইলন মাস্ক বিশ্বব্যাপী কোম্পানির অর্ধেক কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। ভারতে, সংস্থা ৯০ শতাংশ কর্মীকে বরখাস্ত করেছে। মাস্কের এই সিদ্ধান্তের পরে ঘুম উড়েছে ওই ২ অফিসের কর্মচারীদের।