Advertisment

আরও দামি টুইটার, মাথায় হাত ইউজারদের

অ্যাকাউন্ট ‘অথেনটিকেশনে’র জন্য ওয়েব ইউজারদের দিতে হবে প্রতি মাসে ৮ডলার, অন্যদিকে আইফোন ইউজারদের দিতে হবে ১১ ডলার।

author-image
IE Bangla Web Desk
New Update
Twitter,Twitter blue. India,Elon Musk,Twitter Service Charge,Twitter Authentication,blue tick,টুইটার ব্লু,অ্যাকাউন্ট 'অথেনটিকেশন,,Blue Tick,India,Service Charge,twitter,Twitter Blue

ফিরে এল ‘টুইটার ব্লু’, অ্যাকাউন্ট ‘অথেনটিকেশনে’র জন্য প্রতি মাসে খসবে গ্যাঁটের কড়ি। আর সস্তা নয়। এবার আরও দামি হতে চলেছে টুইটার। সম্প্রতি এক টুইটে সংস্থার তরফে জানানো হয়েছে আগামী সোমবার থেকেই চালু হতে চলেছে ‘টুইটার ব্লু’ সাবস্ক্রিপশন।

Advertisment

অ্যাকাউন্ট ‘অথেনটিকেশনে’র জন্য ওয়েব ইউজারদের দিতে হবে প্রতি মাসে ৮ডলার, অন্যদিকে আইফোন ইউজারদের দিতে হবে ১১ ডলার। সংস্থার তরফে ‘টুইটার ব্লু’ এর আগে চালু করা হলেও, ভুয়ো অ্যাকাউন্ট যাচাইকরণের জন্য ফের তা বন্ধ করতে বাধ্য হয় সংস্থা। এবার ফের চালু হতে চলেছে ‘টুইটার ব্লু’,। শনিবার সংস্থার তরফে এই টুইট বার্তায় স্পষ্ট করে জানানো হয়েছে আগামী সোমবার থেকেই চালু হতে চলেছে নয়া এই পরিষেবা।

সংস্থার তরফে আরও জানানো হয়েছে নয়া এই পরিষেবা গ্রহণ করার পর টুইটারে গ্রাহকরা কম বিজ্ঞাপন দেখতে পাবেন, পাশাপাশি দীর্ঘ ভিডিও পোস্ট করতে সক্ষম হবে এবং তাদের টুইটগুলি আরও বেশি ইউজারদের কাছে সহজের পৌঁছাবে। টুইটার সংস্থার মালিকানা হাতবদলের পরই নতুন মালিক ইলন মাস্ক একাধিক পরিবর্তন আনার কথা বলেছিলেন। তার অন্যতম হল টুইটার ব্লু। এবার থেকে টুইটারে অ্যাকাউন্ট অথেনটিকেশন বা ব্লু টিক পাওয়ার জন্য কোনও ভেরিফিকেশন বা যাচাইয়ের দরকার পড়বে না। প্রতি মাসে টাকা দিলেই মিলবে নীল টিক।

অ্যাকাউন্টের রিচ অর্থাৎ অন্যান্য ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাওয়াতেও অগ্রগণ্যতা পাবেন ব্লু টিক যুক্ত ব্যবহারকারীরা। অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার পর ব্লু টিক ইউজারদের জন্য ‘টুইটার ব্লু’, সাবস্ক্রিপশন চালুর কথা জানিয়েছিলেন মাস্ক। আমেরিকা, ব্রিটেন সহ বেশ কিছু দেশে ইতিমধ্যে চালুও হয়ে যায় এই পরিষেবা। তবে ভুয়ো অ্যাকাউন্ট যাচাইকরণের জন্য এই পরিষেবা সাময়িক ভাবে বন্ধ করে দেয় সংস্থা। আগামী সোমবার থেকেই চালু হতে চলেছে  ‘টুইটার ব্লু’ সাবস্ক্রিপশন।

Elon Musk twitter
Advertisment