Advertisment

২০০ কর্মীকে ছাঁটাই, ট্যুইটারের বড় ঘোষণায় মাথায় হাত

সর্বশেষ বিজ্ঞপ্তি অনুসারে টুইটার ইনকর্পোরেটেড অন্তত ২০০ কর্মীকে ছাঁটাই করতে চলেছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
twitter, twitter user, twitter linkedin

ফের কর্মী ছাঁটাই! আরও ২০০ কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করল টুইটার ইনকর্পোরেটেড। নিউইয়র্ক টাইমসের রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি ২ হাজার কর্মীর মধ্যে আরও ১০ শতাংশ অর্থাৎ ২০০ কর্মীকে ছাঁটাই করতে চলেছে। এর মধ্যে রয়েছে ডেটা সায়েন্সটিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার,সহ একাধিক বিভাগের কর্মীরা।

Advertisment

গত অক্টোবরে ইলন মাস্ক মাইক্রো-ব্লগিং সাইটের দায়িত্ব নেওয়ার পর থেকেই চলছে ছাঁটাই পর্ব। এটিই তার সাম্প্রতিকতম সংযোজন। এর আগে, টুইটার তার ভারতের তিনটি অফিসের মধ্যে দুটি বন্ধ করে কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ জারি করে। ইলন মাস্ক, নভেম্বরের শুরুতেই জানিয়েছিলেন, সিইও হিসাবে দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক সপ্তাহের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ কর্মী ছাঁটাই হতে চলেছে। নভেম্বর থেকে টুইটারে চাকরি ছাঁটাইয়ের এটি চতুর্থ দফা। গত বছর, মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে টুইটার অধিগ্রহণের পরে খরচ কমানোর জন্য টুইটারে ৩৭০০ কর্মীকে ছাঁটাই করে।

সর্বশেষ বিজ্ঞপ্তি অনুসারে টুইটার ইনকর্পোরেটেড অন্তত ২০০ কর্মীকে ছাঁটাই করতে চলেছে। মোট কর্মীর প্রায় ১০% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে সংস্থা। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। গত মাসে মাস্ক জানান, এই মুহূর্তে ট্যুইটারে ২৩০০ অ্যাকটিভ কর্মী রয়েছেন। কিছুদিন আগেই দ্য ইনফরমেশন জানিয়েছে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শনিবার কয়েক ডজন কর্মচারীকে ছাঁটাই করেছে।

twitter
Advertisment