Advertisment

আজীবন বাড়িতে থেকে কাজ করুন, অফিস আসতে হবে না, কর্মীদের জানাল টুইটার

কিন্তু কিছু ক্ষেত্রে যদি কর্মচারীদের অফিসে আসার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই তারা অফিসে এসে কাজ করতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

লকডাউন উঠে গেলেও বাড়ি থেকেই কাজ করবে কর্মচারীরা, এমনই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে টুইটার। করোনা ভাইরাসের কামড়ে তামাম বিশ্ব আজ ঘরবন্দি। গুগল থেকে শুরু করে নামিদামি অধিকাংশ কোম্পানি বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। করোনা ভাইরাসের জের কতটা থাকবে আগামীদিনে তা নিয়ে ঘোর অনিশ্চয়তা রয়েথে। তাই ২০২১ সাল পর্যন্ত সম্পূর্ণ বাড়ি থেকে কাজ করার নিগ্দেশ দিয়েছে সংস্থা টুইটার। নতুন রিপোর্ট মোতাবেক টুইটার সিইও জ্যাক ডোরসে প্রত্যেক কর্মচারীকে মেইল করে বাড়ি থেকে কাজ করার অনুরোধ করেছেন। যতদিন না করোনা ভাইরাস নির্মূল হচ্ছে ততদিন এই নিয়ম বররাদ্দ থাকবে।

Advertisment

টুইটার প্রথম কোনো প্রযুক্তি কোম্পানি। যারা কর্মচারীদের বাড়ি থেকে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কিছু ক্ষেত্রে যদি কর্মচারীদের অফিসে আসার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই তারা অফিসে এসে কাজ করতে পারে।

কিন্তু কেন এই সিদ্ধান্ত? টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে, লকডাউন চলাকালীন মাসের দুয়েক ধরে সংস্থার কর্মীরা যে কাজ করেছে, তাতে স্পষ্ট বাড়ি থেকেও সমান ভাবে কাজ করা সম্ভব। তাই বাড়ি থেকেই যদি সুস্থ থেকে ভালো ভাবে কাজ করা যায়, সেক্ষেত্রে হাতে বিপদ নিয়ে অফিস আসার প্রয়োজন নেই। তাই আপাতত ‘ওয়ার্ক ফ্রম হোম’ এর ব্যবস্থাই চালু থাকবে বলে ঘোষণা করা হয়েছে।

Read the full story in English

twitter
Advertisment