Advertisment

মাস্কের বড় সিদ্ধান্তে বিরাট শোরগোল....! এই নিয়ম না মানলেই সংকটে আপনার ট্যুইটার অ্যাকাউন্ট

সংস্থা বলেছে যে ১লা এপ্রিল থেকে, টুইটার বিশ্বব্যাপী LegacyBlue চালু করার প্রক্রিয়া শুরু করবে।

author-image
IE Bangla Tech Desk
New Update
twitter, twitter blue tick, twitter blue account, twitter legacy"

মাস্কের বড় সিদ্ধান্তে বিরাট শোরগোল....! এই নিয়ম না মানলেই সংকটে আপনার ট্যুইটার অ্যাকাউন্ট

আপনি যদি মাইক্রো-ব্লগিং সোশ্যাল সাইট টুইটার ব্যবহার করেন বা এই প্ল্যাটফর্মের ব্যবহারকারী হন তবে এবার সরাসরি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্যুইটার ব্যবহারে আপনাকে খসাতে হবে গ্যাঁটের কড়ি, তা না হলেই আপনার অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হবে ব্লু টিক।

সংস্থার তরফে জানানো হয়েছে ভেরিফায়েড ট্যুইটার অ্যাকাউন্টের ক্ষেত্রে ইতিমধ্যেই শুরু হয়েছে সাবস্ক্রিপশন মডেল। আপনি যদি ব্লুটিক হোল্ডারধারী হয়ে থাকেন তাহলে অবিলম্বেই সাবক্রিপশন নিতে হবে না হলে ভেরিফিকেশন মার্ক সরিয়ে দিতে পারে ট্যুইটার। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে, সংস্থা বলেছে যে ১লা এপ্রিল থেকে, টুইটার বিশ্বব্যাপী LegacyBlue চালু করার প্রক্রিয়া শুরু করবে।

Advertisment

টুইটারের এই পদক্ষেপের ফলে ব্যবহারকারীদের মাসিক অর্থপ্রদান করতে হবে। পাশাপাশি গ্রাহকরা পাবেন একাধিক আপডেটেড ফিচার। কোম্পানি জানিয়েছে যে সাবস্ক্রিপশন নেওয়া ব্যবহারকারীদের অনেক বিশেষ বৈশিষ্ট্য দেওয়া হবে। বিজ্ঞাপন কমে যাওয়ার পাশাপাশি টুইট পোস্টের জন্য আরও বেশি শব্দ ব্যবহারের পাশাপাশি । আপনি টুইটটিও এডিটও করতে পারেন। ভেরিফায়েড অ্যাকাউন্টের জন্য আরও অনেক ফিচার দেওয়ার কথা বলেছে টুইটার।

নতুন আপডেট অনুযায়ী, ব্যবহারকারীদের এবার থেকে দিতে হবে মাসিক চার্জ। ভারতে টুইটা ব্লু পরিষেবার কত টাকা চার্জ হবে? ব্যবহারকারী যদি বার্ষিক সাবস্ক্রিপশন প্ল্যান নেন, তাহলে প্রতি বছর দিতে হবে ৬হাজার ৮০০টাকা। যেখানে মাসিক প্ল্যান নেওয়ার ক্ষেত্রে প্রতি মাসে ৬৫৪০ টাকা পেমেন্ট করতে হবে গ্রাহকদের।

সাবস্ক্রিপশনে কী কী বৈশিষ্ট্য পাওয়া যাবে?

ট্যুইটার ব্লু ফিচারের মধ্যে রয়েছে টুইট সম্পাদনা, 1080p ভিডিও আপলোড, বুকমার্ক ফোল্ডার, সহ আরও অনেক কিছু। আগামী দিনে, সাবস্ক্রিপশন সহ ব্যবহারকারীরা ৫০ শতাংশ কম বিজ্ঞাপন দেখতে পাবেন।

Twitter India
Advertisment