/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/06/uber-lite-app.jpg)
ইন্টারনেট স্পিড কম থাকলেও কুছ পরোয়া নেই। প্লে স্টোরে এসে যাচ্ছে উবার লাইট।
Uber Lite Android App:
আপনার ফোন পুরনো হয়ে গেছে? র্যাম কম? উবার অ্যাপ ডাউনলোড করার পরেও আলইনস্টল করে দেওয়া হয়েছে? আর তারপর থেকে পথেঘাটে বিপদেআপদে সেই হলুদ ট্যাক্সি আর তার প্রত্যাখ্যানের অভিজ্ঞতাই আবার আপনার সঙ্গী? আপনার দিন বদলে যাবে। কদিন পরে।
উবার লাইট। পাঁচ এমবি মাত্র। বয়স্ক ফোন বা কম দামি, কম গতিশীল স্মার্টফোন হাতে নিয়েও আপমি ঝাঁ চকচকে উবারে চড়ে ফেলতে পারবেন এবার। ইন্টারনেট স্পিড কম থাকলেও কুছ পরোয়া নেই। প্লে স্টোরে এসে যাচ্ছে উবার লাইট।
উবারের তরফে মানিক গুপ্তা জানিয়েছেন, কম স্টোরেজের ফোন, বা কম দামি ফোনের বাজারে কী ধরনের চাহিদা রয়েছে তা বুঝতে ভারতের দেড়শ জন ইঞ্জিনিয়র মিলে কাজ করে চলেছেন। অদূর ভবিষ্যতে অন্য জায়গাতেও উবার লাইট পাওয়া যাবে। ভারতে শুরুতে উবার লাইট মিলবে দিল্লি, জয়পুর ও হায়দরাবাদে। পরবর্তীকালে অন্য শহরগুলিতেও এ পরিষেবা পাওয়া যাবে।
এ দেশে মোট ৭৫ মিলিয়ন উবার রাইডার রয়েছেন। দিনে ১৫ মিলিয়ন মানুষ প্রতিদিন উবার ক্যাব ব্যবহার করেন। নতুন অ্যাপে ম্যাপস অন ডিম্যান্ড, কানেক্টেড রাইডস, গাইডেড পিক আপস সহ নানারকম সুবিধা মিলবে। খুব শীঘ্রই এই অ্যাপে আঞ্চলিক ভাষাও ব্যবহার করা যাবে। উবার ইন্ডিয়ার হিসাবে ভারতের ৭০ শতাংশ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরাই পুরনো ফোন ব্যবহার করেন।
নতুন ফিচারগুলি নিয়ে কাজ চললেও পরবর্তী পরিকল্পনা এখনই খোলসা করতে চাননি উবার কর্তারা। তবে আগামী কয়েক মাসের মধ্যে উবার রাইডাররা সাতটি ভারতীয় ভাষা ব্যবহার করতে পারবেন বলে জানা গিয়েছে।