Advertisment

Aadhaar Card: UIDAI-র নিয়মে বিরাট বদল, এবার আধার কার্ডে ভুল নাম সংশোধন

Aadhaar Card: UIDAI-র নিয়ম বদল, এবার ভুল নাম সংশোধন হবে আধার কার্ডে। নাম পরিবর্তনের প্রক্রিয়া আগের চেয়ে আরও কঠিন।

author-image
IE Bangla Tech Desk
New Update
UIDAI

Aadhaar Card: UIDAI-র নিয়ম বদল, এবার ভুল নাম সংশোধন যাবে আধার কার্ডে। যদি আপনার আধারে কোন ভুল তথ্য থেকে থাকে তবে তা এখন সংশোধন করা সম্ভব, এখন নাম পরিবর্তনের প্রক্রিয়া আগের চেয়ে আরও কঠিন করেছে UIDAI।

Advertisment

বর্তমানে আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি, যেটি বিভিন্ন আইডি প্রুফের জন্য ব্যবহৃত হয় এবং কোনো ধরনের সরকারি প্রকল্পের জন্য আবেদন করতে প্রয়োজন। আধার কার্ডে ভুল তথ্য থাকলে তা বড় সমস্যা তৈরি করতে পারে। UIDAI আপনাকে এই ভুল তথ্য সংশোধনের সুযোগ প্রদান করছে। কিছু সংশোধন ঘরে বসেই করা যায়, কিন্তু কিছু ক্ষেত্রে আপনাকে আধার কেন্দ্রে যেতে হবে। UIDAI সম্প্রতি তাদের নিয়মে বড় পরিবর্তন করেছে, যার ফলে নাম পরিবর্তনের প্রক্রিয়া আরও কঠিন হয়েছে। পরিবর্তন বা সংশোধনের প্রক্রিয়াকে আগের চেয়ে আরও কঠিন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জালিয়াতি রোধে। UIDAI এর মতে, এখন আপনার আধার কার্ডে নাম পরিবর্তন করতে গেজেট বিজ্ঞপ্তির প্রয়োজন হবে।

এলিয়েন আবিষ্কারের ৭০০ সুযোগ! কখনও ভিন গ্রহের প্রাণীকে দেখেছেন?

আপনি যদি পুরো নাম পরিবর্তন করতে চান বা কিছু অক্ষর সংশোধন করতে চান, উভয় অবস্থাতেই গেজেট বিজ্ঞপ্তির প্রয়োজন হবে। গ্যাজেট বিজ্ঞপ্তির পাশাপাশি, আপনাকে আরও কিছু আইডি প্রমাণ জমা দিতে হবে। আইডি প্রমাণে আপনার পুরো নাম থাকতে হবে। প্যান কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, সার্ভিস আইডি কার্ড এবং পাসপোর্ট ব্যবহার করতে পারেন।

UIDAI নাম পরিবর্তনের মাত্র ২টি সুযোগ দেয়। যদিও নাম পরিবর্তনের প্রক্রিয়া আগের থেকে কঠিন হয়েছে, ঠিকানা আপডেট বা অন্য কোন সংশোধন এখন আগের থেকে আরও সহজ হয়েছে। 

Aadhaar Card
Advertisment