Best Electric Bike In india: ডিজাইন, ফিচার, মাইলেজে সুপারবাইককে টক্কর! একবার চার্জেই পান ৩২৩ কিলোমিটারের লম্বা পথ চলার দারুণ মজা। বাজারে তোলপাড় ফেলল এক ইলেকট্রিক স্কুটার।
যুগের সঙ্গে পাল্লা দিয়ে বদলাচ্ছে মানুষের পছন্দ। এখন বাজারে ইলেকট্রিক স্কুটার বাইকের রমরমা। পেট্রোলের খরচ থেকে মুক্তি পেতে এখন মানুষ এই সকল বৈদ্যুতিক গাড়ি, বাইকের দিকে বেশি করে ঝুঁকছেন। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে একের পর এক গাড়ি নির্মাতা সংস্থা বাজারে লঞ্চ করছে ব্র্যান্ডের আকর্ষণীয় ইলেকট্রিক স্কুটার, বাইক। এবার বেঙ্গালুরুর ইভি স্টার্টআপ সংস্থা Ultraviolette লঞ্চ করেছে F77 সুপারস্ট্রিট,যার এক্স শোরুম প্রাইজ ২.৯৯ লাখ টাকা। স্পোর্টি ডিজাইনের পাশাপাশি পাবেন দুর্দান্ত মাইলেজও।
এই বাইকে রয়েছে 10.3kWh ইউনিট ব্যাটারি প্যাক। কোম্পানির দাবি একবার চার্জ করলে অনায়সের যাওয়া যাবে ৩২৩ কিমি দীর্ঘ দুরত্ব। এই বাইকের সর্বোচ্চ গতি ঘন্টায় ১৫৫ কিমি। এছাড়াও এই বাইকে রয়েছে ১৭ ইঞ্চি অ্যালইয় হুইল। TFT ইন্সট্রুমেন্ট কনসোল, ABS মোড, রাইড মোড, ট্র্যাকশন কন্ট্রোল এবং স্মার্টফোন কানেক্টিভিটি, টিউবুলার হ্যান্ডেলবার।