Ultraviolette Tesseract Electric Scooter: মাত্র ১০০ টাকায় চলবে ৫০০ কিলোমিটার পথ, নয়া ইলেকট্রিক স্কুটারের স্মার্ট ফিচার অবাক করবে

Ultraviolette Tesseract Electric Scooter: ইলেকট্রিক টু-হুইলার কোম্পানি আল্ট্রাভায়োলেট তাদের প্রথম হাই-টেক ইলেকট্রিক স্কুটার বাজারে এনেছে। এই স্কুটারের নাম “Tesseract”।

author-image
IE Bangla Tech Desk
New Update
Ultraviolette Tesseract Electric Scooter:

মাত্র ১০০ টাকায় চলবে ৫০০ কিলোমিটার পথ

Ultraviolette Tesseract Electric Scooter: মাত্র ১০০ টাকায় চলবে ৫০০ কিলোমিটার পথ। অভাবনীয় ফিচারে চমকে দেবে এই স্মার্ট ইলেকট্রিক স্কুটার, জানুন দাম থেকে লেটেস্ট ফিচার সব কিছুই মাত্র এক ক্লিকেই।  

Advertisment

ইলেকট্রিক টু-হুইলার কোম্পানি আল্ট্রাভায়োলেট তাদের প্রথম হাই-টেক ইলেকট্রিক স্কুটার বাজারে এনেছে। এই স্কুটারের নাম “Tesseract”। নয়া এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে একাধিক হাইটেক ফিচার। কোম্পানির দাবি,মাত্র  ১০০ টাকা খরচ করলেই স্কুটারটি ৫০০ কিলোমিটার পথ চলবে। Tesseract ইলেকট্রিক স্কুটারটির দাম মাত্র ১.২০ লক্ষ টাকা। এই দাম প্রথম ১০,০০০ গ্রাহকের জন্য, তারপরে এই স্কুটার বিক্রি হবে দাম ১.৪৫ লক্ষ টাকা থেকে। 

কোম্পানির দাবি Ultraviolette Tesseract ইলেকট্রিক স্কুটারটি সম্পূর্ণ চার্জে ২৬১ কিলোমিটার পর্যন্ত চলবে। এতে একটি বৈদ্যুতিক মোটর রয়েছে যা ২০ এইচপি শক্তি প্রদান করে। এই স্কুটারটি মাত্র ২.৯ সেকেন্ডে ০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ছুটতে পারে এবং এর সর্বোচ্চ গতি ১২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।

ডুয়াল রাডার ছাড়াও, আপনি সামনে এবং পিছনে একটি ড্যাশ ক্যামেরাও পাবেন। রাডার সিস্টেম আপনাকে ব্লাইন্ড স্পট ইন্ডিকেশন, ওভারটেক ইন্ডিকেশন এবং সংঘর্ষের সতর্কবার্তা প্রদান দেবে। হিল হোল্ড এবং ক্রুজ কন্ট্রোল ফিচার সহ এই স্কুটারটিতে সিকিউরিটির জন্য ডুয়াল চ্যানেল ABS, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এবং ডায়নামিক স্ট্যাবিলিটি কন্ট্রোলের মতো ফিচার রয়েছে। কোম্পানি এই স্কুটারের সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক দিয়েছে।

Advertisment

১৪ ইঞ্চি চাকা এবং ৩৪ লিটার আন্ডারসিট স্টোরেজ সহ এই স্কুটারটি তিনটি রঙে কেনা যাবে। এই স্কুটারের বুকিং শীঘ্রই শুরু হতে পারে এবং এই স্কুটারের ডেলিভারি ২০২৬ সালের প্রথম দিকে থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে।

Electric scooter