Advertisment

BSNL 5G: BSNL-র 5G কানেকশন, বাড়ছে jio-র টেনশন

সরকারি টেলিকম কোম্পানি শীঘ্রই সারা দেশে 5G পরিষেবার ট্রায়াল রান করতে চলেছে ।

author-image
IE Bangla Tech Desk
New Update
"BSNL 5G, BSNL 5G trail, BSNL 5G launch date, BSNL 5G service availability, Bsnl 5g recharge plan 2024, Bsnl 5g smartphone, BSNL 5G launch date, BSNL 5G plan, BSNL 5G SIM, BSNL 5G available, BSNL 5G speed, BSNL 5G coverage, tech news, technology,

সরকারি টেলিকম কোম্পানি শীঘ্রই সারা দেশে 5G পরিষেবার ট্রায়াল রান করতে চলেছে ।

BSNL 5G: BSNL শীঘ্রই 5G পরিষেবা শুরু করবে, ভিডিও কল করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। BSNL-এর 5G পরিষেবা শীঘ্রই চালু হতে পারে। সরকারি টেলিকম কোম্পানি শীঘ্রই 5G পরিষেবার বাণিজ্যিক ট্রায়াল শুরু করতে পারে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া BSNL-এর 5G নেটওয়ার্কের মাধ্যমে ভিডিও কল করার একটি ভিডিও শেয়ার করেছেন।

Advertisment

BSNL 5G পরিষেবা শুরু করতে খুব একটা দেরি নেই। সরকারি টেলিকম কোম্পানি শীঘ্রই সারা দেশে 5G পরিষেবার ট্রায়াল রান করতে চলেছে । একদিকে যেখানে কোম্পানিটি সারা দেশে তাদের 4G পরিষেবা চালু করছে, অন্যদিকে কোম্পানিটি 5G-এর জন্য প্রস্তুতিও নিয়েছে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া BSNL এর 5G নেটওয়ার্ক ব্যবহার করে একটি ভিডিও কল করার একটি ভিডিও শেয়ার করেছেন। এর আগেও, বিএসএনএলকে পুনরুজ্জীবিত করার জন্য সরকার গত মাসে পেশ করা বাজেটে সরকারি টেলিকম সংস্থার জন্য ৮০ হাজার কোটি টাকারও বেশি তহবিল বরাদ্দ করেছে।

5G চালু করার প্রস্তুতি

বেসরকারী টেলিকম সংস্থাগুলি তাদের মোবাইল শুল্ক বৃদ্ধি করার পর থেকেই বিএসএনএল এখন সংবাদ শিরোনামে। গত এক মাসে লক্ষ লক্ষ ব্যবহারকারী তাদের নম্বর বিএসএনএল-এ পোর্ট করেছেন। সরকারি টেলিকম কোম্পানি বর্তমানে 2G এবং 4G পরিষেবা দিচ্ছে। সংস্থাটি এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু টেলিকম সার্কেলে 4G পরিষেবা চালু করেছে। বেশিরভাগ বিএসএনএল ব্যবহারকারীরা নেটওয়ার্ক কানেকশান নিয়ে বারবার অভিযোগ জানিয়েছেন। এবার সেই সকল গ্রাহকদের মুখে হাসি ফুটতে চলেছে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তার অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে একটি ভিডিও শেয়ার করেছেন, যাতে কেন্দ্রীয় মন্ত্রীকে BSNL 5G-র মাধ্যমে ভিডিও কল করতে দেখা যায়। BSNL-এর 5G পরিষেবার এই ট্রায়াল C-DoT ক্যাম্পাসে করা হয়েছে।

সাম্প্রতিক একটি প্রতিবেদন অনুসারে, অনেক কোম্পানির কাছ থেকে BSNL-এর 5G পরিষেবার ট্রায়াল করার জন্য প্রস্তাব এসেছে, যার মধ্যে রয়েছে Tata Consultancy Service, Lekha Wireless, Suktha Consulting, Coral Telecom, Amantya Technologies, Velmoney, W4S Labs, VVDN , Galore Networks, Bharat RNso৷ ইত্যাদি তবে এখনও পর্যন্ত কোনো কোম্পানিকে ট্রায়ালের প্রস্তাব দেওয়া হয়নি।

আরও পড়ুন - < Smart Phones under 25000: অগাস্টের সেরা অফারে কিনুন পছন্দের 5G স্মার্টফোন! তালিকা দেখে চমকে উঠবেন >

BSNL-এর 5G পরিষেবার ট্রায়াল করা হচ্ছে C-DoT, টেলিকমিউনিকেশন বিভাগের একটি সংস্থার ক্যাম্পাসে। কেন্দ্রীয় সরকার 5G পরিষেবা শুরু করার জন্য BSNL-কে 700MHz, 2200MHz, 3300MHz এবং 26GHz স্পেকট্রাম ব্যান্ড বরাদ্দ করেছে। বর্তমানে BSNL 700MHz স্পেকট্রাম ব্যান্ডে 5G পরিষেবা ট্রায়াল করছে।

BSNL-র 5G কানেকশনে বেড়েছে জিওর টেনশন। সরকারি টেলিকম কোম্পানি BSNL কিছু স্টার্টআপ এবং টেলিকম কোম্পানির একটি গ্রুপের সাহায্যে তার গ্রাহকদের 5G পরিষেবা দেওয়ার জন্য কাজ করে চলেছে। এটি রিলায়েন্স জিও এবং এয়ারটেলের কাছে সরাসরি চ্যালেঞ্জ হতে চলেছে। Jio এবং Airtel তাদের প্ল্যানগুলিকে ব্যয়বহুল করার পরে এই প্রচার শুরু হয়েছিল। যদিও সেই সময়ে অনেকেই BSNL-এর 5G পরিষেবা না থাকার প্রসঙ্গ তুলেছিলেন, কিন্তু এখন সরকারি টেলিকম সংস্থা এমন পরিষেবা নিয়ে হাজির হতে চলেছে যা Jio এবং Airtel-এর টেনশন বাড়িয়ে দেবে ।

আসলে BSNL তার 5G পরিষেবা চালু করার প্রস্তুতিও নিয়েছে। এখন পর্যন্ত শুধুমাত্র Reliance Jio এবং Airtel ভারতে 5G পরিষেবা প্রদান করছে। BSNL-এর 5G-এর লাইভ ট্রায়াল দিল্লির কনট প্লেস, সঞ্চার ভবন, আইআইটি দিল্লি, জেএনইউ ক্যাম্পাস এবং ইন্ডিয়া হ্যাবিট্যাট সেন্টার, বেঙ্গালুরুতে কিছু সরকারি অফিস, চেন্নাইয়ের কিছু অংশে, আইআইটি হায়দ্রাবাদ ক্যাম্পাস এবং গুরগাঁওয়ের কিছু অংশে করা হবে।

5G network BSNL 5G bsnl
Advertisment