Advertisment

নতুন বছরের প্রথম সপ্তাহেই বড় চমক, vivo, redmi আনছে নয়া স্মার্টফোন সিরিজ

দুটি সিরিজের ফিচার ও স্পেসিফিকেশন ইতিমধ্যেই ফাঁস হয়েছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Redmi Note 13 series,Vivo X100 series,Tech news, Redmi Note 13, Redmi Note 13 Pro, Redmi Note 13 Pro Plus, Redmi Note 13 Pro Plus price, vivox 100 and vivo x100 pro price, launch date, specs, upcoming smartphone in january,

দুটি সিরিজের ফিচার ও স্পেসিফিকেশন ইতিমধ্যেই ফাঁস হয়েছে।

নতুন বছরের প্রথম সপ্তাহে লঞ্চ হবে ৫টি স্মার্টফোন। আপনি যদি একটি নতুন ফোন কেনার প্ল্যানিং করে থাকেন তাহলে, ২০২৪ সালের প্রথম মাস আপনার জন্য অনেকগুলি বিকল্প নিয়ে আসতে চলেছে। জানুয়ারির প্রথম সপ্তাহেই লঞ্চ হতে চলেছে ৫টি স্মার্টফোন।
প্রথম সপ্তাহেই লঞ্চ হবে এই ৫টি ফোন।

Advertisment

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী জানুয়ারির প্রথম সপ্তাহে দুটি কোম্পানি তাদের নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করবে। এর মধ্যে রয়েছে Redmi এবং Vivo। Redmi ৪ জানুয়ারি Redmi Note 13 সিরিজ লঞ্চ করবে, যার অধীনে ৩টি স্মার্টফোন লঞ্চ হবে। যার মধ্যে Redmi Note 13, Redmi Note 13 Pro এবং Redmi Note 13 Pro Plus রয়েছে।

Vivo একই দিনে Vivo X100 সিরিজ লঞ্চ করবে, যার অধীনে Vivo X100 এবং Vivo X100 Pro স্মার্টফোন লঞ্চ হবে। দুটি সিরিজের ফিচার ও স্পেসিফিকেশন ইতিমধ্যেই ফাঁস হয়েছে। কোম্পানির ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনলাইনে স্মার্টফোনের লঞ্চ ইভেন্ট দেখতে পারবেন।

Redmi Note 13 সিরিজের বৈশিষ্ট্য
Redmi এর তিনটি ফোনেই আপনি 6.67 ইঞ্চি 1.5K FHD Plus AMOLED ডিসপ্লে পেতে পারেন। প্লাস মডেলে, আপনি একটি ট্রিপল ক্যামেরা সেটআপ পাবেন যার মধ্যে 200MP প্রাইমারি ক্যামেরা এবং 120 ওয়াট ফাস্ট চার্জিং সহ 5000 mAh ব্যাটারি রয়েছে। কোম্পানি প্রো মডেলে Snapdragon 8 Gen 2 SOC এবং Plus মডেলে MediaTek Dimensity 7200 Ultra এবং কোম্পানি বেস মডেলে Dimensity 6080 চিপসেট দিতে পারে সংস্থা।

Vivo X100 সিরিজের বৈশিষ্ট্য
Vivo-এর এই সিরিজ MediaTek Dimensity 9300 SoC চিপসেটের সঙ্গে লঞ্চ করা হবে। Vivo X100 এ এবং বেস মডেলে, কোম্পানি 120 ওয়াট ফাস্ট চার্জিং সহ 5000 mAh ব্যাটারি দেবে এবং প্রো মডেলে, কোম্পানি 100 ওয়াট চার্জিং সহ 5000 mAh ব্যাটারি দেবে।

smartphone
Advertisment