সামনেই দিওয়ালি-ভাইফোঁটা। সেকথা মাথায় রেখে স্মার্ট ফোন কোম্পানিগুলি বাজারে লঞ্চ করতে চলেছে একের পর এক নজরকাড়া স্মার্টফোন। যেগুলি যেমন বাজেটে ফিট তেমনই পারফরমেন্সও অবাক করার মত। চলতি নভেম্বরেই বাজারে আসতে চলেছে Realme থেকে Vivo, Lava’র অবাক করা সেরা স্মার্টফোনগুলি।
iQOO, Oppo, Vivo, Realme, OnePlus, Redmi, Poco, Samsung, Honor, Infinix এবং Tecno সহ অন্তত ১২টি ব্র্যান্ড আনতে চলেছে তাদের অবাক করা নতুন ফোনের কালেকশান।
Lava Blaze 2 5G
Lava Blaze 2 5G ২ নভেম্বর লঞ্চ হতে চলেছে। অফিসিয়াল টিজার এবং লিক ইনফো অনুসারে, ফোনটিতে বক্সি ডিজাইন এবং সার্কুলার ক্যামেরা মডিউল রিং LED লাইট থাকবে। ফোনটিতে MediaTek Dimensity 6020 প্রসেসরর সঙ্গে পাওয়া যাবে 6GB RAM এবং 128GB ইন্টারন্যাল স্টোরেজ। ফোনটির দাম 9000-10000 টাকা থাকতে পারে।
iQOO 12 সিরিজ
৭ নভেম্বর iQOO 12 সিরিজ লঞ্চ হতে চলেছে। ফোনটিতে থাকবে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর। ফোনটিতে একটি 50MP ক্যামেরা প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি 64MP তৃতীয় ক্যামেরা থাকবে। ফোনটি 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Oppo A2
১১ নভেম্বর লঞ্চ হতে চলেছে Oppo A2। লিক এবং টিজার অনুসারে, ফোনটিতে একটি 6.72 ইঞ্চি পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে, যার রেজোলিউশন হবে FHD+ এবং রিফ্রেশ রেট হবে 90Hz। ফোনটিতে MediaTek Dimensity 6020 প্রসেসরের সঙ্গে থাকবে 12GB RAM এবং 512GB স্টোরেজ থাকবে। ফোনটিতে 50MP এবং 2MP মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা এবং একটি 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। ফোনটিতে 5,000mAh ব্যাটারি থাকবে।
Vivo X100 সিরিজ
১৭ নভেম্বর Vivo X100 সিরিজ লঞ্চের সম্ভাবনা রয়েছে । আসন্ন Vivo X100, Vivo X100 Pro, এবং Vivo X100 Pro Plus এই সিরিজে অন্তর্ভুক্ত থাকবে। লিক তথ্য অনুসারে, ভিভো ফোনগুলি পেরিস্কোপ জুম ক্যামেরার জন্য একটি নতুন Vario-APO-Sonnar লেন্সের সঙ্গে আসবে। Snapdragon 8 Gen 3 SoC প্রো প্লাসে পাওয়া যাবে। যেখানে Pro-তে Snapdragon 8 Gen 1 এবং X100-এ থাকবে Dimensity 9300 প্রসেসর।
Realme GT 5 Pro
নভেম্বর Realme GT 5 Pro লঞ্চ হবে। এটি হবে ব্র্যান্ডের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোন। Qualcomm Snapdragon 8 Gen 3 ফোনে পাওয়া যাবে। এই ফোনে 6.78-ইঞ্চি 1.5K কার্ভড ডিসপ্লে থাকবে। ফোনটিতে একটি 50MP প্রথম ক্যামেরা, 50MP দ্বিতীয় ক্যামেরা এবং 8MP তৃতীয় ক্যামেরা থাকবে। এর সামনে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। ফোনটিতে একটি 5,400mAh ব্যাটারি থাকবে যা 100W দ্রুত চার্জিং সাপোর্ট করবে।