Advertisment

Upcoming Smartphones: পুজোর আগে স্মার্টফোনে ছেয়ে যাবে বাজার, বেছে নিন পছন্দের সেরাটি, দেখুন তালিকা

Upcoming Smartphones: উৎসবের মরসুমে নতুন স্মার্টফোন কেনার প্ল্যানিং করছেন? এখুনি না কিনতে আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করুন। আগামী অক্টোবরে পুজোর মাসেই লঞ্চ হতে চলেছে বেশ কয়েকটি স্মার্টফোন।

author-image
IE Bangla Tech Desk
New Update
Upcoming Smartphones

পুজোর আগে স্মার্টফোনে মাতবে বাজার

Upcoming Smartphones: উৎসবের মরসুমে নতুন স্মার্টফোন কেনার প্ল্যানিং করছেন? এখুনি না কিনতে আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করুন। আগামী অক্টোবরে পুজোর মাসেই লঞ্চ হতে চলেছে বেশ কয়েকটি স্মার্টফোন। ভারতের বাজারে স্মার্টফোনের চাহিদা দ্রুত হারে বেড়েছে। বাজেট সেগমেন্ট থেকে ফ্ল্যাগশিপ একাধিক স্মার্টফোন সম্প্রতি লঞ্চ হয়েছে। 

Advertisment

ভারতের বাজারে স্মার্টফোনের চাহিদা দ্রুত বেড়েছে। দেশে এখন উৎসবের মরশুম শুরু হতে চলেছে। এমন পরিস্থিতিতে, স্মার্টফোনের চাহিদা আকাশছোঁয়া। এই প্রসঙ্গে, জানিয়ে রাখি যে স্মার্টফোন উত্পাদনকারী সংস্থাগুলি এই উত্সব মরসুমে বাজারে তাদের অনেকগুলি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এতে ফ্ল্যাগশিপ থেকে বাজেট সেগমেন্ট পর্যন্ত ফোন তালিকায় অন্তর্ভুক্ত থাকবে। দেখে নিন সম্পুর্ণ তালিকা
 
Motorola G35
Motorola শীঘ্রই তাদের G সিরিজে একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি আগামী অক্টোবর মাসে Moto G35 লঞ্চ করতে পারে বলে জল্পনা। তথ্য অনুসারে, এই আসন্ন স্মার্টফোনটিতে 5000mAh এর একটি  শক্তিশালী ব্যাটারি থাকবে যা 18-ওয়াট দ্রুত চার্জিং সমর্থন করবে। এছাড়াও ফোনটিতে একটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও থাকবে।

চাঁদের বিবর্তনের অজানা ইতিহাস, ৩৮৫ কোটি বছর আগের বিরল ছবি পাঠাল চন্দ্রযান-৩


Lava Agni 3
দেশীয় স্মার্টফোন নির্মাতা লাভাও শীঘ্রই বাজারে তাদের নতুন স্মার্টফোন লাভা অগ্নি 3 লঞ্চ করতে পারে। কোম্পানি এটি বাজেট সেগমেন্ট স্মার্টফোন হিসাবে লঞ্চ করবে। ৪ অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে এই ফোন। ফোনটির পিছনের প্যানেলে একটি 50MP প্রাইমারি ক্যামেরা এবং সেলফির জন্য একটি 16MP ক্যামেরা থাকতে পারে। 


Samsung Galaxy A16
Samsung শীঘ্রই বাজারে তাদের নতুন ফোন Galaxy A16 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। তথ্য অনুযায়ী, এই আসন্ন স্মার্টফোনটিতে MediaTek Dimension 6300 চিপসেটের সঙ্গে একটি শক্তিশালী প্রসেসর দেওয়া হবে। কোম্পানি এই নতুন স্মার্টফোনটি 15 হাজার টাকার বাজেটে লঞ্চ হতে পারে।

Infinix Zero Flip
কোম্পানি বিশ্ব বাজারে Infinix Zero Flip লঞ্চ করেছে। শীঘ্রই এটি ভারতে লঞ্চ হতে পারে। কম দামে এটি বাজারে আনতে পারে কোম্পানি। এছাড়াও, এই ফোনে MediaTek Dimensity 8020 চিপসেট প্রসেসর পাওয়া যাবে ।

একা ক্যাবে চড়ছেন? নিরাপত্তার দিকে নজর দিচ্ছেন তো? বিশেষ এই ফিচার্সগুলি মাথায় রাখুন

Moto G75
কোম্পানি শীঘ্রই বাজারে Motorola-এর আরও একটি নতুন স্মার্টফোন Moto G75 লঞ্চ করতে পারে। কোম্পানির ফোনটি অক্টোবরের শুরুতে বা শেষের দিকে বাজারে আসবে বলে মনে করা হচ্ছে। কোম্পানি এই স্মার্টফোনটি শুধুমাত্র বাজেট সেগমেন্টে লঞ্চ করতে চলেছে। এই ফোনের ডিজাইন এবং ফিচারও খুব ভালো হতে চলেছে।

5G smartPhone
Advertisment