Upcoming Smartphones: OnePlus থেকে Motorola…! চলতি সপ্তাহেই ধামাকাদার অফার সহ লঞ্চ হতে চলেছে এই সেরা স্মার্টফোনগুলি।
হাতে চাই নতুন একটা স্মার্টফোন? কিন্তু কোন স্মার্টফোনটি নেবেন তা নিয়ে কনফিউড? আর মাত্র একটা দিনের অপেক্ষা। চলতি সপ্তাহেই নজরকাড়া স্মার্টফোন নিয়ে হাজির হতে চলেছে OnePlus থেকে Motorola, যার মধ্যে রয়েছে OnePlus Ace 3 Pro, Vivo T3 Lite 5G এবং Motorola Razr 50 সিরিজ।
আপনি কী একটি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন, তাহলে একটু ধৈর্য ধরুন। এই সপ্তাহে বাজারে অনেকগুলি নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে, যা আপনার চাহিদাও মেটাবে পাশাপাশি এই স্মার্টফোনগুলি বাজেট ফ্রেন্ডলি। আপনার স্মার্টফোনের অভিজ্ঞতাকে আরও ভালো করে তুলতে বাজারে আসছে OnePlus Ace 3 Pro, Vivo T3 Lite 5G এবং OnePlus Nord CE 4 Lite।
OnePlus Ace 3 Pro
OnePlus-এর নতুন ফোন OnePlus Ace 3 Pro ২৭ জুন লঞ্চ হবে। এই স্মার্টফোনে রয়েছে 6.78 ইঞ্চি কার্ভড ডিসপ্লে থাকবে, যার রেজোলিউশন 1.5K এবং রিফ্রেশ রেট 120Hz। এই ফোনে Snapdragon 8 Generation 3 প্রসেসর, LPDDR5x RAM এবং UFS 4.0 স্টোরেজ থাকবে। ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে একটি বড় 6,100mAh ব্যাটারি যা 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ক্যামেরা সম্পর্কে কথা বললে, এতে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে।
আরও পড়ুন : < Solar AC: বিদ্যুৎ বিলের চিন্তা ছাড়ুন, স্প্লিট এসির দামেই পান সোলার এসি, কোথায়, কীভাবে বুক করবেন জানুন >
Vivo T3 Lite 5G
Vivo-এর নতুন ফোন Vivo T3 Lite 5Gও ২৭ জুন ভারতে লঞ্চ হবে। এটি হতে পারে Vivo-এর সবচেয়ে সস্তা 5G ফোন। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর এবং 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সহ একটি ডিসপ্লে থাকবে, যা ফোনটিকে ব্যবহারে খুব মসৃণ করে তুলবে।
OnePlus Nord CE 4 Lite
OnePlus Nord CE 4 Lite ভারতে ২৪ জুন লঞ্চ হবে। এটি Oppo K12x এর নতুন সংস্করণ। এতে Snapdragon 695 প্রসেসর, 6.67 ইঞ্চি ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেট থাকবে। ফোনটিতে একটি 50-মেগাপিক্সেল ক্যামেরা এবং একটি 5,500mAh ব্যাটারি থাকবে, যা 80W দ্রুত চার্জিং সমর্থন করে।
Motorola Razr 50 সিরিজ
Motorola এর Razr 50 সিরিজ ২৫ জুন লঞ্চ হবে। এতে Razr 50 এবং Razr 50 Ultra মডেল থাকবে। আল্ট্রা মডেলে থাকবে Snapdragon 8s Gen 3 প্রসেসর এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা। Razr 50 এ থাকতে পারে Dimensity 7300X প্রসেসর। Moto S50 Neo-এ একটি 6.6 ইঞ্চি OLED ডিসপ্লে এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। এতে 5,000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং থাকবে।